পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo مه টেলিমেকিস। তুমি বিপদগ্ৰস্ত হইলে । বুদ্ধিকৌশলে ও সাহস বলে যে সমস্ত, বিপদ অতিক্রম করিয়াছিলে, তাহা বৰ্ণনা করিয়া তুমি কালিপেন্সার চিত্ত হরণ করিয়াছ । তঁাহার চিত্তচাঞ্চল্য দেখিয়া আমার আর এমন আশা নাই যে, তুমি কখন এখান হইতে প্ৰতি গমন করিতে পারিবে । ষে ব্যক্তিতে এৰূপ চিত্তবিনোদনী শক্তি আছে তাহাকে যে তিনি সহজে ছাড়িয়া দিবেন, ইহা কোন ক্রমেই সস্তাবিত নহে। আত্মগুণকীৰ্ত্তনের বশবৰ্ত্তী হইয়া তুমি এই অবিবেচনার কাৰ্য্য করিয়াছ। তিনি তোমাকে তোমার পিতৃবৃত্তান্ত আদ্যোপাস্ত শ্রবণ করাইবেন বলিয়া আশ্বাস প্ৰদান করিয়াছেন বটে, কিন্তু প্রকৃত বিষয় গোপিত রাখিয়া অন্যান্য নানা গল্প করিয়া কাটাইতেছেন, আর তোমার নিকট র্তাহার। যাহা জানিবার अांवभाकडा यादछ, cकोभन कब्रिब्रा कानिना जरेटडटश्न। চাটুকারিণী স্বৈরচারিণীদিগের এইৰূপই স্বভাব ও ব্যবহার। টেলিমেকস ! যখন তুমি আত্মশ্লাঘার দমন করিতে শিখিবে এবং কোন সময়ে কোন বিষয় গোপন করিলে বক্তার চাতুৰ্য প্ৰকাশ হয় তাহা জানিবে, সে দিন কৰে আসিবে বলিতে পারি না। তুমি তরুণবয়স্ক এই বিবেচনায় অনেকে তোমার দোষ দেখিলেও মার্জন করেন এবং বুদ্ধির প্রশংসা করিয়া থাকেন ; কিন্তু আমি তোমার কোন দোষেরই মার্জনা করিতে পারি না । কেবল আমি তোমার অন্তঃকারণ জানি ; সমক্ষে দোষ কহিতে পারে। এৰূপ মিত্র তোমার আর কেহই নাই। আহা ! তোমার পিতা তোমা অপেক্ষা কত অধিক বুদ্ধিজীবী । টেলিমেকিস। উত্তর করিলেন, কালিপো যখন সাতি