পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vy টেলিমেকিস। কিন্তু কৃতকাৰ্য হইতে পারিলেন না। অধিকন্তু ট্ৰয়বাসীরা তঁহাদিগের উভয়ের প্রাণবধের উদ্যম করিয়াছিল । তঁাহারা স্বদেশে প্রত্যাগত হইলে এই বৃত্তান্ত গ্রীস দেশের সর্বাংশে প্রচারিত হইল । তখন গ্ৰীসদেশীয় নরপতিগণ মেনেলেয়সের এই অপমানকে স্বদেশীয় সর্বসাধারণের অপমান জ্ঞান করিয়া সমুচিত প্ৰতিফল প্রদানে কৃতনিশ্চয় হইলেন । তদনুসারে স্বল্প সময়ের মধ্যেই অসংখ্য সৈন্য সংগ্ৰহ ও বহুসংখ্যক সমরপোত সজ্জিত করিয়া গ্ৰীসদেশীয় নরপতিগণ ট্ৰয় নগর আক্রমণ করিলেন । দশবার্ষিক সংগ্রামের পর ট্রয় নগর নিপাতিত ও ভস্মাবশেষীকৃত হইল। এই দীর্ঘকালীন সংগ্রামে গ্ৰীসদেশীয় অনেক রাজা প্ৰাণত্যাগ করিয়াছিলেন ; অবশিষ্টের হত্যাবশিষ্ট স্ব স্ব সৈন্য লইয়া স্বদেশে প্ৰতিগমন করিলেন। ক্রমে ক্রমে প্ৰায় সকলেই নিজ রাজধানীতে উপস্থিত হইলেন ; কিন্তু বহু কাল অতীত হইল ইউলিসিস প্রত্যাগমন করিলেন না । ইউলিসিসের পুত্ৰ টেলিমেকিস সাতিশয় পিতৃপরায়ণ ছিলেন। তিনি পিতার অনাগমনে যৎপরোনাস্তি দুঃখিত ও উৎকণ্ঠিত হইয়া ট্রয় হইতে প্ৰত্যাগত নরপতিদিগের নিকট ভঁাহার অনুসন্ধান করিতে লাগিলেন, কিন্তু কেহই কিছু বলিতে পারিলেন না। অবশেষে তিনি নিতান্ত কাতর ও একান্ত অধৈৰ্য্য হইয়া ভঁাহার অন্বেষণার্থ নিৰ্গত হইবার মানস করিলেন। মিনৰ্বা দেবী ইউলিসিস ও তঁাহার পুত্রকে অত্যন্ত স্নেহ করিতেন ; টেলিমেকস অতি অল্পবয়স্ক, পিতার অন্বেষণে নিৰ্গত হইলে নানা স্থানে বিপদে পড়িবার সম্ভাবনা আছে এজন্য তিনি তঁাহার এই ”