So\y টেলিমেকিস । এক অতি তীক্ষফল শীর তুলিয়া লইলেন। অনন্তর ঐ শর শরাসনে সন্ধান করিয়া আমার উপর নিক্ষেপ করিবার উপক্ৰম করিতেছেন, এমন সময়ে মিনিৰ্বা দেবী সহসা আবিভূতি হইয়া, স্বীয় অক্ষয় চৰ্ম্ম আমার সম্মুখে ধারণ করিলেন । আমি বীমসের আকারে যেৰূপ কোমলতা ও মদনাবসাদ নিরীক্ষণ করিয়াছিলাম, মিনিৰ্বা দেবীর আকারে তাহার কিছুমাত্ৰ দেখিতে পাইলাম মা। ভঁাহার কাপ অকৃত্রিম, অবিকৃত ও সম্যক বিশুদ্ধ বোধ হইতে লাগিল, DBDDB BBDD BBD DBB S DBD DS SDuDBDD ভঁাহাকে ওজস্বিনী, প্রতাপবর্তী ও বিস্ময়োৎপাদিনী বোধ হইল । কন্দৰ্পশায়ক দেবীর ফলকে অভিহিত ও তদ্বিদারণে অসমর্থ হইয়া ভূতলে পতিত হইল । তদর্শনে কন্দৰ্প, লজ্জায় অধোবাদন ও ক্ৰোধে স্কুরিতাধর হইয়া, দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক চাপসিংহার করিলেন। তখন মিনর্ব দেবী ভঁাহাকে ভৎসনা করিয়া কহিতে লাগিলেন, অরে নির্লজ্জ বালক ! তুই এখান হইতে দুর হ; যে সকল নরাধমের জ্ঞান, মান, লজ্জা ও ধৰ্ম্মে জলাঞ্জলি দিয়া জঘন্য ইন্দ্ৰিয়সেবায় রত হয়, কেবল তাহদিগের উপর তোর প্রভুত্ব আছে। কন্দৰ্প, ভৎসনাবাক্য শ্রবণে ক্ৰোধে নিতান্ত অধীর ও লজ্জায় একান্ত অবনত বদন হইয়া, কোন উত্তর না দিয়াই, আমার সম্মুখদেশ হইতে সহসা অপসৃত হইলেন ; বীনাসও রথরোহণ পূর্বক তৎক্ষণাৎ তথা হইতে প্ৰস্থান করিলেন । আমি অনেক ক্ষণ পৰ্যন্ত এক দৃষ্টিতে র্তাহার রথ লক্ষ্য করিয়া রহিলাম ; পরিশেষে উহা জলদমণ্ডলে অন্তরিত
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।