Sob টেলিমেকিস। সংবরণ করিয়া স্বৰ্গলোক প্ৰস্থান করিয়াছেন, এই শঙ্কায় আক্রান্ত হইয়া নিতান্ত কাতরভাবাপন্ন হইলাম । আমি এই ৰূপে মেণ্টরের মৃত্যুসম্ভাবনা করিয়া অন্তঃকারণে অশেষ প্রকার চিন্তা করিতে লাগিলাম ; আমার নয়নযুগল হইতে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল। তদর্শনে পোতবাহের আমার রোদনের কারণ জিজ্ঞাসা করিল। আমি উত্তর করিলাম, যে হতভাগ্য জন্মভূমি পরিত্যাগ করিয়া আসিয়াছে, কিন্তু প্ৰতিগমনের কোন প্রত্যাশা নাই, তাহার রোদনের কারণ অনায়াসেই অনুমিত হইতে পারে। সে যাহা হউক, পোতস্থিত সাই প্রিয়নের অল্পক্ষিণমধ্যেই আমোদ প্রমোদে এক কালে মত্ত হইয়া উঠিল। পোতবাহুদিগের স্বভাব এই যে, কিয়াৎ ক্ষণ বিশ্রাম করিতে পাইলেই আপনাদিগকে পরম সুখী জ্ঞান করে ; এক্ষণে বিশ্রামের অবকাশ পাইবামাত্র, তাহার ক্ষেপণী:হস্ত হইয়াই নিদ্রা যাইতে লাগিল। কর্ণধার কৰ্ণ পরিত্যাগ করিয়া স্বীয় শরীর কুসুমে সুশোভিত করিল। এবং পর ক্ষণেই এক প্ৰকাণ্ড পানিপাত্র হস্তে লইয়া তদগত সমুদায় সুরাই পান করিল। কিয়াৎক্ষণমধ্যেই সুরাপানে মত্ত ও বাহ্যজ্ঞানশূন্য হইয়া সকলে মিলিয়া বীনস ও কন্দৰ্পের প্রশংসাপূর্ণ এমন অশ্লীল গান করিতে আরম্ভ করিল যে, যে ব্যক্তির ধৰ্ম্মে শ্রদ্ধা আছে, সে ত্ৰিস্ত ও বিস্ময়গ্ৰস্ত না হইয়া কখনই শ্রবণ করিতে পারে না । এই ৰূপে নিশ্চিন্ত হইয়া তাহারা আমোদ প্ৰমোদে মগ্ন রহিয়াছে, এমন সময়ে অকস্মাৎ এক প্ৰবল বাত্যা উথিত হইয়া সাগরবারি। আলোড়িত করিতে লাগিল ;
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।