পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

!! চতুর্থ সৰ্গ । リめp> চতুর্দিক অন্ধকারে আছন্ন হইয়া আসিল ; অতি প্ৰচণ্ড বেগে বায়ু বহিতে লাগিল ; অর্ণবষান, উভয় পাৰ্ম্মে তরঙ্গাহত হইয়া, ভগ্নপ্ৰায় হইয়া উঠিল । এই সময়ে আমাদের পোত এক জলমধ্যবৰ্ত্তী অতি প্ৰকাণ্ড পৰ্ব্বতের পার্শ্বদেশে ভাসিতে লাগিল । আমরা বোধ করিতে লাগিলাম, উহা ঐ পৰ্ব্বতে অভিহিত হইয়া অবিলম্বেই চূৰ্ণাকৃত হইবে ; সুতরাং প্রতিক্ষণেই মৃত্যুপ্রতীক্ষা করিতে লাগিলাম। সম্মুখভাগে আরও কতকগুলি শৈল্য লক্ষিত হইতে লাগিল ; দেখিলাম, সাগরবারি ভীষণ গর্জন পুৰ্ব্বক তদুপরি আস্ফালন করিতেছে। আমি মেন্টরের মুখে অনেক বার শুনিয়াছিলাম যে, মুকুমার ও ইন্দ্ৰিয়পরায়ণ লোকেরা কখনই সাহসিক হয়। না, এক্ষণে সেই বাক্যের যথার্থতা প্ৰত্যক্ষ করিলাম । কিয়ৎ ক্ষণ পূর্বে সাইপ্রিয়নের সুরাপানে মত্ত হইয়া বিলক্ষণ আমোদ প্ৰমোদ করিতেছিল, এক্ষণে তাহারা বিপদ উপস্থিত দেখিয়া, হিতাহিতবিবেকাবিমুঢ় হইয়া, জীবিতাশা পরিত্যাগ পূর্বক নারীদিগের কৃষ্ঠায় রোদন করিতে লাগিল । তখন কেবল চীৎকার ও আৰ্ত্তনাদ। আমার কর্ণকুহরে। প্রৰিষ্ট হইতে লাগিল । কেহ এই বলিয়া বিলাপ করিতে লাগিল, হায় ] কেন এৰূপ সুখসম্ভোগের বিঘ্ন ঘটিয়া উঠিল । কেহ বা ইহা বলিয়া মানসিক করিতে লাগিল, হে দেবগণ । যদি আমরা তোমাদের কৃপায় নিরাপদে তীরে উত্তীর্ণ হইতে পারি, তোমাদিগকে প্রচুর পুজা ও বলি প্ৰদান করিব । কিন্তু কেহই মগ্নপ্ৰায় প্রবহণের রক্ষা বিষয়ে যত্নবান হইল। না । এৰূপ অবস্থায়, সহচরদিগের ও নিজের প্রাণ রক্ষা