পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা। 明 উদ্যম নিবারণ করা আবশ্যক বিবেচনা করিলেন ; কিন্তু দেবীর আকারে আবিভূতি না হইয়া, ইউলিসিসের মেন্টর নামে যে এক পরম বন্ধু ছিলেন, তদীয় আকার অবলম্বনপুর্বক টেলিমেকসের নিকটে আগমন করিলেন এবং তঁাহার পিতৃ অন্বেষণে নিৰ্গত হওয়া যে অত্যন্ত অসংসাহসিকতা ও যার পর নাই আবিস্মৃশ্যকারিতার কৰ্ম্ম হইতেছে। ইহা নানা প্রকারে বুঝাইতে লাগিলেন ; কিন্তু পিতুবৎসল৷ টেলিমেকস কোন মতেই নিবৃত্ত হইলেন না । অনন্তর মেন্টররূপধারিণী মিনাৰ্ব্বা দেবী স্নেহবশীভুত হইয়া সহচর ভাবে তৎসমভিব্যাহারে প্রস্থান করিলেন । টেলিমেকস নানা স্থানে নানা বিপদে পড়িয়াছিলেন ; মিনর্বা দেবীর অনুগ্রহে সেই সকল বিপদ হইতে উত্তীর্ণ হইয়া কালিপোসানামী এক উপদেবীর বাস দ্বীপসমীপে পোতভঙ্গ ঘটিয়া জলমগ্ন হইলেন ; অবশেষে বহু ক্লেশে প্রাণরক্ষা করিয়া স্বীয় সহচর সমভিব্যাহারে পুর্বোক্ত দ্বীপে উপনীত হইলেন। ইউলিসিস গৃহপ্ৰত্যাগমনকালে পথিমধ্যে নানা স্থানে নানা বিপদে পড়িয়াছিলেন ; অবশেষে যানভঙ্গ দ্বারা জলমগ্ন হইয়া ফলকমাত্র অবলম্বনপুর্বক ভাসিতে ভাসিতে দশ দিবসের পর কালিপোসা দেবীর বাস দ্বীপে উপনীত হন। দেবী তঁাহাকে প্রাপ্ত হইয়া সাতিশয় আহ্নলাদিত হইলেন এবং, যদি তুমি আমার পাণিগ্রহণ করিয়া আমার সহবাসে কালব্যাপন করিতে সম্মত হও, তাহা হইলে আমি তোমাকে অমরত্ব ও স্থির যৌবন প্ৰদান করিব, ইত্যাদি অনেকবিধ । প্ৰলোভন দ্বারা মোহিত করিয়া ভঁাহাকে আপনি দ্বীপে রাখিবার নিমিত্ত বিস্তর প্রয়াস পাইয়াছিলেন; কিন্তু ইউলি