চতুর্থ সর্গ। . NASAk ৰূপে বিলাপ করিলে, আমার মনস্তাপ কিঞ্চিৎ শান্ত হুইত, কিন্তু আমার অন্তঃকরণ বিষয়বাসনার বশবৰ্ত্তী হইয়া পুনরায় বিচেতন হইত ও লজ্জা পরিত্যাগ করিত। কিঞ্চিৎ পরেই পুনরায় আমার বোধোদয় হইত এবহু মনস্তাপ দ্বিগুণিত হইয়া উঠিত। এইৰূপ পৰ্য্যায়ক্রমে চিত্তবিভ্ৰমে ও মনোবেদনায় নিতান্ত কাতর হইয়া, আমি ব্যাধবিন্ধ মৃগের ন্যায় সতত কাননে ভ্ৰমণ করিতাম। - বেগবাহুল্যৰশতঃ বিন্ধ মৃগ মুহূৰ্ত্তমধ্যে অরণ্যাস্তরে গমন করে বটে, কিন্তু কক্ষস্থিত তীন্ধু শর নিরন্তর তাহার অন্তর্দাহা করিতে থাকে ; সেইৰূপ আমারিও কাননন্দ্ৰেমণ দ্বারা মনোবেদন শান্তি করিবার আয়াস; ব্যৰ্থ হইয়া যাইত। এক দিবস। আমি এই ৰূপে ভ্ৰমণ করিতেছি, এমন সময়ে কিঞ্চিৎ দুরে কাননের এক নিবিড় প্রদেশে মেণ্টরের মত এক, পুরুষ সহসা আমার নয়নগোচর হইলেন। কিন্তু তিনি কিঞ্চিৎ, নিকটবৰ্ত্তী হইলে পর, তঁাহার বদনে এৰূপ মালিন্য, কার্কশ্বত ও শোকচিহ্ন লক্ষিত হইল ষে, তঁহাকে দেখিয়া আমার অন্তঃকরণে কিঞ্চিম্মাত্র অ্যানন্দের উদয় হইল না । আমি তঁহাকে সম্বোধন করিয়া কহিলাম, হে প্ৰিয়তম মিত্ৰ ! হে মদীয় আশার অদ্বিতীয় অবলম্বন ! তুমি অকস্মাৎ কোথা হইতে উপস্থিত হইলে ?” আমি কি বখাৰ্থই তোমায় নয়নগোচর করিতেছি, না। আমার ভ্রম হইতেছে, কিছুই নির্ণয় করিতে পারিতেছি। না। সহসা আমার এৰুপ সৌভাগ্যের উদয় হইবে কেন ? যাহা হউক, তোমায় জিজ্ঞাসা করি, তুমি কি সেন্টার,
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।