পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

dò V টেলিমেকিস। না মেণ্টরের প্ৰেত পুরুষ, আমার দুঃখে দুঃখিত হইয়া আসিয়াছ ? তুমি কি অদ্যাপি জীবিত রহিয়াছ, মানবলীলা সংবরণ করিয়া অমরলোকে গমন করা নাই ! আমার কি এত সৌভাগ্য হইবেক যে, পুনরায় আবশ্যক সময়ে তোমার উপদেশের সাহায্য পাইৰ ! ইহা কহিতে কহিতে আনন্দসাগরে মগ্ন হইয়া, আমি দ্রুতবেগে তৎসমীপবৰ্ত্তী হইলাম। তিনি এক পাও না চলিয়া আমার প্রতীক্ষায় দণ্ডায়মান রহিলেন ; আমি তঁাহাকে আলিঙ্গন করিলাম ; আমার অন্তরাত্মাই জানেন, তদীয় স্পর্শমূখ অনুভব করিয়া তৎকালে কি অসীম হর্ষ প্ৰাপ্ত হইয়াছিলাম। তখন আমি আহ্নলাদাভারে অধৈৰ্য হইয়া চীৎকার করিয়া কহিলাম, না, এ মেন্টরের প্ৰেত পুরুষ নয়, আমি তঁহাকেই ধরিয়াছি এবং প্ৰাণাধিক পরম বন্ধুকে প্ৰেমভরে আলিঙ্গন করিতেছি । এইৰূপ আকুল উক্তি দ্বারা অন্তঃকরণের কাতরতা প্ৰকাশ পূর্বক, আমি তদীয় গলদেশে লগ্ন হইয়া রোদন করিতে লাগিলাম, একটিও কথা কহিতে পারিলাম না । * তিনিও এৰূপ ভাব প্রদর্শন পুর্বক সম্মেহ নয়নে আমায় নিরীক্ষণ করিতে লাগিলেন যে, তদর্শনে স্পষ্ট বোধ হইতে লাগিল, কারুণ্যরসে তঁাহার হৃদয়কদের উচ্ছলিত হইতেছে। কিয়াৎ ক্ষণের পর আমার বাক্যস্ফীৰ্ত্তি হইল, তখন আমি কহিতে লাগিলাম, হা প্রিয়বন্ধো! তুমি আমায় পরিত্যাগ করিয়া এত দিন কোথায় ছিলে, এবং এক্ষণেই বা আমার ভাগ্যবলে অকস্মাৎ কোথা হইতে উপস্থিত হইলে ? তুমি সন্নিহিত ছিলে না বলিয়া আমার পদে পদে