bo টেলিমেকিস। করিলে যেৰূপ ‘পরম পবিত্ৰ সুখলাভ করিতে পারা যায়, আর কোন উপায় দ্বারাই তাদৃশ নিৰ্ম্মল সুখ লাভের गडांवना नरे । এই ৰূপে কিয়াৎ ক্ষণ বিতর্ক করিয়া আমি পুনরায় মেণ্টরের প্রতি মনোনিবেশ করিলাম । তিনি কহিলেন, টেক্সিমেকস ! আমি এক্ষণে চলিলাম, আর মুহূৰ্ত্তকালও বিলয় করিতে পারি না। আমি কহিলাম, তুমি কোথায় যাইবে বল, আমি তোমার অনুগামী হুইব, আদায় পরিত্যাগ । করিয়া যাইবার মানস করিও না, বরং তোমার সহচর হইয়া প্ৰাণত্যাগ করিব, তথাপি আর আমি কোন ক্ৰমে DBSDBBDB DBY LD DS gE BDBBS S BDB DDDDB অবিলম্বে বাহু পাশে বন্ধ করিলাম । তিনি কহিতে লাগিলেন, টেলিমেকস ! তুমি আমাকে রুদ্ধ করিষার নিমিত্ত বৃথা প্ৰয়াস পাইতেছে ; মিটাফিস্ আমাকে আরবদিগের নিকট বিক্ৰয় করিয়াছিলেন । আরবেরা বাণিজ্যাৰ্থ সীরিয়া দেশের অন্তর্বর্তী ডেমাস্কস্ নগরে গমন করিয়াছিল ; তথায় হেজালনামক এক ব্যক্তি গ্রীকদিগের আচার ব্যবহার ও দর্শনশাস্ত্র অবগত হইবার মানসে, গ্ৰীক দাস ক্রয় করিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্ৰী হইয়া, আমায় অধিক মুল্যে ক্রয় করিলেন । তদনন্তর তিনি, আমার নিকট হইতে গ্ৰীক দিগের রাজ্যশাসনপ্রণালী অবগত হইয়া, ক্রীট নগরে গমন ও মাইনসের নিয়মাবলী অধ্যয়ন করিতে নিতান্ত অভিলাষী হইলেন এবং তদনুসারে অবিলম্বে পোতারোহণ পুৰ্ব্বক তদুদেশে যাত্রা করিলেন। কিন্তু প্ৰতিকুল বায়ু বলে আমরা এই দ্বীপে উপনীত হইয়াছি। হেজাল অৰ্চনাৰ্থ বীনস
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।