Sqo টেলিমেকিস। এক বারেই কাৰুণ্যরসে বিবর্জিত হইবে ? তিনি কি তোমায় আমার ভুজবন্ধন হইতে বলপূর্বক কাড়িয়া লইয়া যাইবেন । হয় তঁাহাকে আমায় প্ৰাণবধ করিতে হইবে, নয় তোমার সঙ্গে যাইতে অনুমতি দিতে হইবে। তুমি ইতিপূৰ্বে আমাকে অবিলম্বে এই স্থান হইতে পলায়ন করিতে উপদেশ দিয়াছ, এক্ষণে তোমার সঙ্গে পলায়ন করিতে নিষেধ করিতেছ। কেন ? আমার জন্যে হেজলকে তোমার অনুরোধ করিবার আবশ্যকতা নাই, আমি স্বয়ং তঁহার সহিত কথা বাৰ্ত্ত কহিব এবং অঞ্জলিবন্ধ পূর্বক বিনয়বাক্যে আত্মপ্ৰাৰ্থন নিবেদন করিব । অামার তরুণ বয়স ও এই ঘোর দুরবস্থা দর্শনে তঁাহার অন্তঃকরণে অবশ্যই অনুকম্পার উদয় হইবেক । জ্ঞানোপাৰ্জনে র্যাহার এতাদৃশ অনুরাগ যে, তৎসাধনোদেশে দূরদেশগমনে কৃতनकल श्वांटछन, ऊँीशझ श्घ्र cकान उक्cभरे निडांख निर्धन হইতে পারে না । আমি তাহার চরণে ধরিব এবৎ যাবৎ তিনি আমায় তোমার অনুগমন করিতে অনুমতি না দিবেন, তঁাহাকে গমন করিতে দিব না । আমি তাহাকে আত্মসমৰ্পণ করিব ; যদি তিনি অগ্ৰাহ করেন, প্ৰাণত্যাগ করিয়া এক কালে সকল ক্লেশ হইতে মুক্ত হইব । আমার বাক্য সমাপ্ত হইবামাত্র, হেজল মেন্টরকে DBDDBDDS DBDBBBD S SzDBDB BBBDDS BDDD BBD কাতর ভাবে তঁাহার সম্মুখে ভুতলে পতিত হইলাম । হেজল, এক অপরিচিত ব্যক্তিকে সম্মুখে সেইৰূপ পতিত দেখিয়া, জিজ্ঞাসা করিলেন, আহে যুবক ! তোমার প্রার্থনা কি, বল। আমি কহিলাম, আপনকার নিকট আমার
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।