চতুর্থ সর্গ। SRS অন্য কোন প্রার্থনা নাই, আমি কেবল প্ৰাণদান প্রার্থনা করিতেছি। আমার পরম মিত্ৰ মেন্টর আপনকার দাস, যদি আপনি আমাকে ভঁাহার সঙ্গে যাইবার অনুমতি প্ৰদান না করেন, আমি নিঃসন্দেহ প্ৰাণত্যাগ করিব ৷ যিনি স্বীয় অসাধারণু প্ৰজ্ঞা দ্বারা আত্মনাম জগদ্বিখ্যাত করিয়াছেন, যাঁহার বুদ্ধিবলে ট্ৰয় নগর নিপাতিত হইয়াছে, সেই মহাবীর ইউলিসিসের পুত্ৰ এইৰূপ দীন ভাবে আপনকার নিকট এক অতি সামান্য প্রার্থনা করি।-- তেছে। আপনকার নিকট আমার অপর প্রার্থনা এই যে, আপনি কদাচি এৰূপ বিবেচনা করিবেন না যে, আপনBBDB DBBD uBBDDDDuuDBDBDDDBD BDD BB BDBTBDDDBD গৌরব কীৰ্ত্তন করিলাম। আমার দুর্দশ দর্শনে আপনকার হৃদয়ে দয়ার উদ্রেক হইবে, কেবল এই আশায়েই আত্মপরিচয় প্ৰদান করিতেছি । পিতা অনুদিষ্ট হইয়াছেন ; আমি এই ব্যক্তির সহিত তদীয় অন্বেষণে নিৰ্গত হইয়া নানা : দেশ পৰ্যটন করিয়াছি। ইনি আমাকে এৰূপ স্নেহ করিয়া থাকেন যে, আমি ইহাকে পিতৃতুল্য জ্ঞান করি। ফলতঃ, ইনি আমার পিতা, বন্ধু ও সহায় । কিন্তু আমি এমনই হতভাগ্য যে, ইহাকেও হারাইয়াছি। ইনি এক্ষণে আপনকার দাস হইয়াছেন ; ইহার সহবাস ব্যতিরেকে আমি কোন . ক্রমেই প্ৰাণ ধারণ করিতে পারিব ? না ; অতএব আপনি অনুকম্প প্ৰদৰ্শন করিয়া আমাকেও BSDBBD DD DBDB SDBDD SBBB BDD DDDBDBDDB হন এবং মাইনসের নিয়মাবলী অবগত হইবার নিমিত্ত জলপথের নানা কষ্ট স্বীকার করিয়া থাকেন, তাহা হইলে ১৬ .
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।