পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAR টেলিমেকিস । আপনি কখনই এই হতভাগ্য কাতর জনের প্রার্থনা উলঙঘন করিবেন না। বিবেচনা করিয়া দেখুন, আমার কত দুরা পৰ্যন্ত দুরবস্থা ঘাঁটিয়াছে ; আমি এক পরাক্রান্ত নরপতির তনয়, নিরুপায় ও অনন্য গতি হইয়া স্বেচ্ছাক্রমে দাসত্ব যাজ্ঞা করিতেছি । আমি সিসিলি দ্বীপে দাসত্ব অপেক্ষা মৃত্যু শ্ৰেয়স্কর বিবেচনা করিয়াছিলাম ; সেখানে বহুবিধ বিপদ ঘটিয়াছিল, কিন্তু এক্ষণে সে সকল আমার দুঃখের উপক্ৰমমাত্ৰ বোধ হইতেছে । আমি পূর্বে দাসত্বের ভয়ে মৃত্যু প্রার্থনা করিয়াছিলাম, কিন্তু এক্ষণে পাছে সেই দাসত্ব না ঘটে এই ভয়ে কম্পিত হইতেছি । হে দয়াময় দেবগণ ! আমার প্রতি এক বার। কটাক্ষ নিক্ষেপ কর। ; এই ক্লেশকর দেহভার যাহনে আমি নিতান্ত অক্ষম হইয়াছি। আমার বাক্য শ্রবণ করিয়া হেজলের হৃদয় কারুণ্য, दूम উচ্ছলিত दश्च । डिनि उत्रांभटिक ऊँशिद्ध देखांदলম্বন প্ৰদান করিয়া ভূমি হইতে উথিত করিলেন এবং কহিতে লাগিলেন, তোমার পিতার বুদ্ধি, বিক্রম, ধৰ্ম্মপরতা, ও প্ৰতিপত্তির বিষয়ে আমি নিতান্ত অনভিজ্ঞ নাহি, মেন্টর আমাকে সমুদয় অবগত করিয়াছেন ; পূৰ্বদিক্ৰন্থ সমস্ত দেশেই ভঁাহার নাম বিলক্ষণ প্রসিদ্ধ হইয়া আছে। টেলিমেকস ! তুমি আমার সঙ্গে চল ; যাবৎ তুমি পিতার অনুসন্ধান না পাও, আমিই তোমার পিতা হইলাম। যদিও আমি তোমাকে ও তোমার পিতাকে না জানিতাম, তথাপি, মেণ্টরের সহিত আমার যেৰূপ মিত্ৰতা জন্মিয়াছে, তদনুরোধেই তোমার রক্ষণাবেক্ষণের