পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SRN) টেলিমেকিস। বস্ত্ৰণাভোগ, স্বৰ্গলোকে সাধুদিগের নিরবচ্ছিন্ন নিৰ্ম্মল সুখসন্তান সম্ভোগ প্রভূতি, বিবিধ বিষয়ে কথোপকথন আরম্ভ করিলেন, আমিও একান্ত উৎসুক চিত্তে শ্রবণ कब्रिड व्यांशिवांभ । কিয়াৎ ক্ষপি পরে আমরা দেখিতে পাইলাম, জলজন্তুগণ ক্রীড়া করিতে করিতে আমাদিগের প্রবহণের অভিমুখে আগমন করিতেছে ; উহাদের ক্রীড়া দ্বারা অর্ণববারি আন্দোলিত হইরা অতি বৃহৎ তরঙ্গ বিস্তার করিাতেছে । কিঞ্চিৎ পরেই বিচিত্ররখাৰূঢ় জলদেবতা আবিভূত হইলেন। ঐ রথ হিমশুভ্র অর্ণবস্তুরগগণে আকৃষ্ট ; উহাদের নাসারন্ধু হইতে প্ৰভুত ধূমরাশি প্রবল বেগে বিনিৰ্গত হইতেছে, নয়নদ্বয় অনবরত অগ্নি উদগার করিাতেছে ; বহুসংখ্যক অপসরা সন্তরণ করিতে করিতে রথের পশ্চাৎ পশ্চাৎ আগমন করিতেছে । জলদেবতা এক হন্তে সুবৰ্ণ দিও ধারণা করিয়াছিলেন, ঐ দণ্ড দ্বারা অতি প্ৰবল তরঙ্গমালার শাসন ও ঔদ্ধত্য নিবারণ করিতেছেন, অপর হস্ত দ্বারা স্বীয় শিশু সন্তান পালিমনকে ক্রোড়দেশে ধারণা করিয়া স্তন্য পান করাইতেছেন। অতিবৃহৎকায় তিমি মকর প্রভৃতি বিবিধ জলজন্তুগণ স্ব স্ব আবাসস্থান হইতে বিনিৰ্গত হইয়া একান্ত উৎসুক ভাবে জলদেবতাকে অবলোকন করিতে লাগিল ।