ՖՀԵ টেলিমেকিস । লক্ষিত হইল না। ঐ দ্বীপের মনোহর শোভা সমদর্শনে আমাদিগের অন্তঃকরণে কি অনির্বাচনীয় আনন্দের আবির্ভাব হইতে লাগিল ! দেখিলাম, উপত্যকাপ্রদেশে বহুসংখ্যক পশুযুথ চারিয়া বেড়াইতেছে ; ক্ষুদ্র তরঙ্গিণীগণ নিরন্তর প্ৰবল বেগে প্রবহমাণ হইতেছে ; মেষগণ পৰ্ব্বতের উৎসঙ্গদেশে স্বচ্ছন্দো শম্প ভক্ষণ করিতেছে ; ক্ষেত্র সকল অশেষবিধ শস্যে সুশোভিত ও পরিপুরিত রহিয়াছে; ফলভরনমিত দ্রাক্ষালতা স্নিগ্ধ হরিৎ পলাব দ্বারা পর্বতগণের অনুপম শোভা সম্পাদনা করিতেছে। মেন্টর পূর্বে এক বার ক্রীট দ্বীপে গমন করিয়াছিলেন ; - তিনি তৎসংক্রান্ত যাবতীয় বিষয় আমাদিগকে জ্ঞাত করিতে আরম্ভ করিলেন। তিনি কহিতে লাগিলেন, এই দ্বীপ শতসংখ্যক মহানগরে অলঙ্কাত ; ইহা এমন সুন্দর যে, বিদেশীয় লোক দেখিবামাত্র ভূয়সী প্ৰশংসা করে। অত্ৰত্য : অসংখ্য নিবাসীদিগের সংসারযাত্রা নিৰ্বাহের উপযোগী যাবতীয় দ্রব্য , সামগ্ৰী এই দ্বীপেই পৰ্য্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয়। যাহারা যেৰূপ পরিশ্রম সহকারে ভূমি কর্ষণ করে, বসুন্ধরা দেবী প্ৰসন্না হইয়া তাহাদিগকে তদনুৰূপ । পুরস্কার প্রদান করেন। - ষে দেশে যত “অধিক “লোক, সে সকল লোক অলস না হইলে, তথায় ততই সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং পরস্পর অসুয়া বা বিদ্বেষ প্রদর্শনের অবকাশ বা আবশ্যকতা থাকে না। ভূতধাত্রী বসুন্ধরা, স্বীয় সন্তানদিগকে, অকাতরে পরিশ্রম করিতে দেখিলে, প্ৰসন্না হইয়া তাহাদিগের সংখ্যানুসারে শস্ত্যাদির পরিমাণ বৃদ্ধি করিতে থাকেন । দুরাকাঙ্ক্ষা ও অপরিমিত ধনতুষ্ণাই
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।