পঞ্চম সর্গ। VSY করে ; পরিশ্রমক্ষম দৃঢ়কায় পশু সকল শ্রমসাধ্য কাৰ্য্যে নিযোজিত থাকে। তাহদের গৃহগুলি প্রশস্ত, পরিচ্ছন্ন ও সর্বাংশে বাসোপযোগী, কিন্তু চিত্ৰিত বা অন্য কোন প্রকারে অলংকৃত নহে। তাহারা গৃহনিৰ্ম্মণবিদ্যায় বিলক্ষণ নিপুণ, কিন্তু কেবল দেবায়তন নিৰ্ম্মাণেই নৈপুণ্যের পরিচয় প্ৰদান করিয়া থাকে। তাহাঁদের মতে মনুষ্যের অট্টালিকায় बांग रुद्भ cकुबखान शूद्वेऊ| ७ अश्हांद्र धर्मोन भांद्ध । त्रांश्J, বীৰ্য্য, পরাক্রম, নিরুদ্বেগে ও নির্বিরোধে সংসার যাত্ৰনিৰ্বাহ, সৰ্ব্ব বিষয়ে স্বাধীনতা, আৱশ্যক বিষয়েরা পৰ্য্যাপ্ত পরিমাণে অধিকার, অনাবশ্যক ও অনুপযোগী বিষয়ে অবজ্ঞাপ্ৰদৰ্শন, পরিশ্রমশীলতা, অ্যালন্তে দ্বেষ, ধৰ্ম্মানুকৃষ্ঠানে জিগীষা, সর্ব প্রযত্নে বিধিপ্ৰতিপালন, ও দেবভক্তি, এই সমুদায় কীটবাসীদিগের ঐশ্বৰ্য্য, অন্যৰিধ ঐশ্বৰ্য্যে তাহাদের যত্ন ও আদর নাই । এই সমস্ত শ্রবণ করিয়া, আমি একান্ত কৌতুহলাক্রান্ত চিত্তে জিজ্ঞাসা করিলাম, তথায় রাজকীয় শক্তির ইয়ত্ত আছে কি না । মেন্টর কহিতে লাগিলেন, প্ৰজাদিগের উপর - রাজপ্ৰভুতার পরিচ্ছেদ নাই বটে, কিন্তু সেই প্ৰভুত কোন ক্রমেই বিধিমাৰ্গ অতিক্ৰম করিতে পারে না । রাজ্যের হিতকর কাৰ্য্যের অনুষ্ঠানে রাজার ক্ষমতার ইয়ত্ত , নাই, কিন্তু অহিত্যাচরণে তিনি সম্পূর্ণ অক্ষম । বিধিশাস্ত্ৰ অসংখ্য প্ৰজাগণকে মহামূল্য ন্যাস স্বৰূপে রাজহন্তে এই নিয়মে সমৰ্পিত করিয়াছে যে, তিনি তাহাদিগকে পিতৃৰৎ প্রতিপালন করিবেন । বিধিশাস্ত্রের উদেশ্য এই যে, এক DDBS SODDS LL YDBBBD S SDDB S DDBD S ZBB S Yz
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।