পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f| Swevo BDBDBDBDDD SDDDD DBDDB BBD S DBDBBBDD DBD আবশ্যক এবং সাধারণের মঙ্গলকাৰ্য্যই তঁাহার একমাত্র প্ৰীতিস্থান হওয়া উচিত । সাধারণের উপকারার্থে তিনি যে পরিমাণে কষ্ট স্বীকার করিবেন, সেই পরিমাণেই তিনি সিংহাসনের যোগ্য বলিয়া পরিগণিত হইবেন । মাইনস স্বীয় সন্তান অপেক্ষা প্ৰজাদিগকে অধিক স্নেহ করিতেন ঃ তিনি আদেশ করিয়া গিয়াছেন যে, যদি ভঁাহার সন্তানেরা তঁহার স্থাপিত নিয়মানুসারে রাজ্যশাসন করেন, তাহা হইলেই তঁাহারা সিংহাসনের অধিকারী হইতে পরিবেন। এই মঙ্গলকর নিয়ম দ্বারা মাইনস রাজ্যের পরাক্রম ও সুখ সমৃদ্ধি দুটীভূত করিয়াছেন । যে সমস্ত মহাবল পরাক্রান্ত বীর পুরুষেরা, স্বীয় অহঙ্কার চরিতাৰ্থ করিবার নিমিত্ত, নানাদেশীয় লোকের সর্বনাশ করিয়া আপনাদিগকে মহাত্মা জানি করিতেন, এই শান্তিগুণসম্পন্ন ব্যবস্থাপক তঁহাদিগের কীৰ্ত্তি তিরোহিত করিয়াছেন । প্ৰজাপীড়ক জুরাচারেরা কিয়ৎ দিন মধ্যেই মানবলীলা সৎবরণ করে, এবং সেই সমক্তিব্যাহারেই তাহদের বল বিক্রম কীৰ্ত্তি প্ৰভৃতি বিলুপ্ত হইয়া যায় । কিন্তু মাইনস, আপন হ্যায়পরতাপ্রভাবে স্বর্গের এক সিংহাসমে অধিৰূঢ় হইয়া, মৃত ব্যক্তিদিগের কৰ্ম্মানুৰূপ পুরস্কার ও দণ্ডবিধান করিতেছেন । এই ৰূপে আমরা, মেণ্টরের বাক্য শ্রবণ করিতে করিতে, ক্রীট দ্বীপে উপনীত হইলাম এবং অতীরে উত্তীৰ্ণ হইয়া অশেষকৌশলসঙ্ঘটিত একটি অলৌকিক গৃহ অবলোকন করিলাম । উহার রচনা অতি চমৎকার। আমরা ঐ অদ্ভুত গৃহ নিরীক্ষণ করিতেছি, এমন সময়ে সমুদ্রের