YVOS টেলিমেকিস । নিকটে আসিয়া ভঁাহাকে আলিঙ্গন করিলেন ; কিন্তু পিতা প্রত্যালিঙ্গনাদি কিছুই না করিয়া স্পন্দহীন ও হতবুদ্ধি হইয়া দণ্ডায়মান রহিলেন, ইহা দেখিয়া সাতিশয় বিস্মিত হইলেন এবং পরিশেষে শোকভারে অভিভূত হইয়া cङ्गांश्न ८िऊ व्ांशेि८व्वन । কিয়াৎ ক্ষণ পরে শোকাবেগ সংবরণ করিয়া, তিনি কহিতে লাগিলেন, পিতঃ ! আপনকার মনে কি দুঃখের উদয় হইয়াছে বলুন । এই দীর্ঘ প্রবাসের পর স্বদেশে প্রত্যাগমন করিয়া, স্বীয় সন্তানের মুখ নিরীক্ষণ করিতে কি আপনি দুঃখিত হইতেছেন ? হায়! আমি কি হাতভাগ্য ! আপনি এখন পৰ্য্যন্তও আমার প্রতি স্নেহপূর্ণ ও করুণাব্যঞ্জক দৃষ্টিপাত করিতেছেন না! পিতঃ ! আমি আপনকার কি অপরাধ করিয়াছি বলুন ? আইডোমিনিয়স শোকে উত্তরোত্তর আধিকতর অভিভূত হইয়া একটিও কথা কহিতে পারিলেন না ; কিয়াৎ ক্ষণ পরে দীর্ঘ নিশ্বাস পরিাত্যাগ করিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, হা বরুণদেব ! আমি বিপদে পড়িয়া আপনাকে প্ৰসন্ন করিবার আশয়ে । কি বিষম প্ৰতিজ্ঞাপাশে বদ্ধ হইয়াছি ? কি অনর্থকরা নিয়মেই আপনি আমাকে সেই বিপদ হইতে রক্ষা করিায়াছেন ? আমি সাতিশয় কাতর বাক্যে প্রার্থনা করিাতেছি, আপনি কৃপা করিয়া আমারে পুনরায় সেই মহাভীষণ অর্ণবতরঙ্গে নিক্ষিপ্ত করুন, তন্মধ্যগত শৈলশিখরে আহত হইয়া আমার কলেবর খণ্ড খণ্ড হইয়া যাউক, কিন্তু আমার পুত্রের জীৰন রক্ষা করুন । ইহা কহিয়া আপন তরবারি বিক্ৰোষিত করিয়া তিনি স্বীয় হৃদয়ে
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।