পঞ্চম সর্গ। SVS)Je করিতে করিতে, আমার পুত্ৰ কেমন আছে, কি করিতেছে, সম্মুখপতিত ব্যক্তিদিগকে ৰারংবার এই জিজ্ঞাসা করিতে बांद्धिान । এ দিকে, প্ৰজাগণ রাজকুমারের প্রাণীবিনাশ দর্শনে যৎপরোনাস্তি কাতর ও রাজার স্থশংস ব্যবহারে অত্যন্ত কুপিত হইয়া ভঁাহার সমুচিত দণ্ড বিধানে স্থির নিশ্চয়। হইল । তাহার ক্ৰোধাভরে ক্ষণকালমধ্যেই অস্ত্ৰাদি ংগ্ৰহ করিল । ক্রীটবাসীরা অত্যন্ত বিজ্ঞ ও বুদ্ধিজীবী বটে, কিন্তু ঈদৃশ অসম্ভাবিত অন্যাষ্য প্রকারে রাজপুত্রের মৃত্যু সঙ্ঘাটন দর্শনে, ক্ৰোধে তাহাদের বুদ্ধি ও বিবেচনা এক বারে বিলুপ্ত হইয়া গেল। ফলতঃ, তাহারা আইডোমিনিয়াসকে সিংহাসনের অযোগ্য স্থির করিয়া তঁহার প্রাতিকুল্যে অত্যুথান করিল। তঁহার বান্ধবগণ র্তাহাকে, এই বিষম বিপদ হইতে উদ্ধার করিবার উপায়ান্তর না। দেখিয়া, অবিলম্বে অর্ণবপোতে লইয়া গেলেন ও পুনর্বার তঁাহার সহিত সাগরপথের পান্থ হইলেন । কিয়ৎ ক্ষণ পরে আইডোমিনিয়সের উন্মত্তত অপগত ও বুদ্ধিশক্তি প্রত্যাবৃত্ত হইল ; তখন তিনি কৃতজ্ঞতা স্বীকার পূর্বক তঁাহাদিগকে কহিতে লাগিলেন, বান্ধবগণ ! আমি প্ৰাণসমপ্রিয় পুত্রের শোণিতপাত দ্বারা ষে স্থান দুষিত করিায়াছি, আমাকে তথা হইতে আনিয়া তোমরা সদ্বিবেচনার কাৰ্য্য করিয়াছ, আমি কোন ক্ৰমেই। আর সে স্থানের যোগ্য নাহি । অনন্তর ভঁাহারা বায়ুবেগবশে হোস্পীরিয়া উপকূলে উপনীত হইয়াছেন এবং এক্ষণে সালেণ্টাইনদিগের দেশে এক অভিনব রাজ্য সংস্থাপন করিতেছেন।
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।