পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S30 টেলিমেকিস। এই ৰূপে ক্রীটদ্বীপের সিংহাসন শূন্য হইলে, ক্রীটবাসীরা স্থির করিল যে, মাইনসের প্রতিষ্ঠিত নিয়মাবলীর প্রকৃত মৰ্ম্মানুসারে রাজ্য শাসন করিতে পারেন, পরীক্ষা করিয়া এৰূপ একটি সর্বাংশে উপযুক্ত পাত্ৰকে অভিষিক্ত করিতে হইবে। এই অভিপ্ৰায়ে প্ৰত্যেক নগরের প্রধান প্রধান নিবাসীরা আহ্বত হইয়াছেন ; পূজা, হোম, বলিদান প্রভৃতি দৈবকাৰ্য্য এই গুরুতর ব্যাপারের প্রারস্তেই পরীক্ষার্থ নিকটস্থ সমস্থ দেশের প্রসিদ্ধ প্ৰাচীন বিজ্ঞ পণ্ডিতগণ নিমন্ত্রিত হইয়াছেন, এবং বল, বিক্রম ও সাহস প্রভৃতি পরীক্ষা করণার্থ নানাপ্রকার দ্বন্দ্বযুদ্ধেরও আয়োজন হইয়াছে ; কারণ, ক্রীটবাসীরা এই সিদ্ধান্ত স্থির করিয়াছে যে, তাহাদিগের দেশের আধিপত্য একটি পুরস্কার স্বৰূপ ; যে ব্যক্তি শারীরিক ও মানসিক গুণে সৰ্ব্বাপেক্ষ উৎকৃষ্ট হইবেন, তিনিই সেই পুরস্কার পাইবেন। আর প্রতিদ্বন্দ্বীদিগের সংখ্যাবৰ্দ্ধন দ্বারা জয়লাভ দুৰূহ করিবার নিমিত্ত সমুদায় বিদেশীয় ব্যক্তিবর্গের নিমন্ত্রণ হইয়াছে। নিসিক্রেটিস, এই সমস্ত বিস্ময়কর ব্যাপার বর্ণনা করিয়া, আমাদিগকে প্ৰতিদ্বন্দ্বী হইবার জন্য বারংবার অনুরোধ করিতে লাগিলেন ; কহিলেন, তোমরা শীঘ্ৰ আমাদিগের সমাজে উপস্থিত হইয়া যুদ্ধে প্ৰবৃত্ত হও, আর বিলম্ব করিও না ; যদি দৈবকৃপায় তোমরা এক জন জয়ী হইতে পার, এই সমৃদ্ধ জনপদের সাম্রাজ্য লাভ করিবে। ইহা কহিয়া তিনি ত্বরিত গমনে চলিয়া গেলেন। আমরাও, কেবল তাদৃশ