পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so টেলিমেকিস । দণ্ডায়মান থাকিতেন এবং যে দিকে প্রিয়তমের অর্ণবষান ক্ৰমে ক্ৰমে দৃষ্টিপাথের বহির্ভূত হইয়াছিল, সেই দিক নিরীক্ষণ করিতে করিতে ভঁাহার নিয়নযুগল হইতে অনবরত বাঙ্গাপবারি বিগলিত হইত ৷. এক দিন তিনি সমুদ্রতটে দণ্ডায়মান আছেন, এমন সময়ে দেখিতে পাইলেন রজ্জ্ব, কৰ্ণ, ক্ষেপণী প্রভৃতি অর্ণবযানসম্পৰ্কীয় কতিপয় সামগ্ৰী সম্মুখে জলে ভাসিতেছে। তদর্শনে তিনি বুঝিতে পারিলেন অনতিদূরে কোন “অর্ণবযান জলমগ্ন হইয়াছে । কিঞ্চিৎ পরেই অর্ণব প্ৰবাহমধ্যে দুই পুরুষ দেখিতে পাইলেন ; বোধ হইল এক জন বৃদ্ধ ও এক জন যুবা । কিয়াৎ ক্ষণ স্তব্ধ নয়নে নিরীক্ষণ করিয়া তিনি ঐ যুবার অবয়বে ইউলিসিসের সম্পূর্ণ সাদৃশ্য লক্ষিত করিলেন । অব্যাহত দৈবশক্তিপ্রভাবে তিনি অবিলম্বেই সেই যুবা পুরুষকে ইউলিসিসের পুত্ৰ টেলিমেকিস। বলিয়া জানিতে পারিলেন ; কিন্তু সেই বৃদ্ধ পুরুষ কে, কিছুই স্থির করিতে পারিলেন না । দেবতাদিগের এই ক্ষমতা আছে যে আপন অপেক্ষা নিকৃষ্ট দেবতার নিকট যাহা ইচ্ছা! গোপন করিতে পারেন । মিনর্ব দেবী মেন্টরের কােপ ধারণ করিয়া টেলিমেকসের সহচর হইয়া আসিয়াছিলেন; তঁাহার এই ইচ্ছা ছিল, কেহ তঁহাকে চিনিতে না পারে। কালিপেন্স মিনর্ব অপেক্ষা লঘু দেবতা, সুতরাং প্রধান দেবতা মিনবৰ্ব্বার অভিপ্রায়ই সম্পন্ন হইল । কালিপেস টেলিমেকসকে পাইয়া ইউলিসিসকে পুনঃ প্ৰাপ্ত বোধ করিলেন এবৎ মনে মনে স্থির করিলেন তদীয় সমাগম জ্বারা প্রিয়তমের বিরহসন্তাপ যৎবরণ করবেন; এই নিমিত্ত ভঁাহার। তাদুশ