পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সৰ্গ । 286 পৰ্য্যবেক্ষণজনিত অভিজ্ঞতা দ্বারা তঁহাদের সুক্ষ্ম বিবেকশক্তি ও বিপুল জানি জন্মিয়াছিল ; উদাম ইন্দ্ৰিয়াগণের ঔদ্ধত্য ও দুৰ্দান্তত বহুকালাবধি ভঁাহাদিগের চিত্তভূমি হইতে অপসারিত হইয়াছিল, সুতরাং অসামান্য প্রশান্তচিত্ততাই তাঁহাদের তাদৃশ বিবেকশক্তির প্রধান কারণ। তঁহাদিগের কাৰ্য্যমাত্রেরই উদ্দেশ্য জ্ঞান ; আর অবিচ্ছিন্ন ধৰ্ম্মানুষ্ঠান স্বারা তঁহাদের কুপ্ৰৱত্তি সকল এৰূপ নিয়ন্ত্রিত হইয়াছিল যে, জ্ঞানামৃতপানে মগ্ন থাকিয়া ভঁাহারা অবিরত বিশুদ্ধ আনন্দ অনুভব করিতেন। আমি কিয়াৎ ক্ষণ তঁাহদিগকে বিস্ময়স্তিমিত নয়নে নিরীক্ষণ করিতে লাগিলাম, এবং, সহসা যৌবনকাল অতিক্ৰম করিয়া এক বারেই তাদৃশ অভিলষণীয় বৃদ্ধিাবস্থায় উপস্থিত হই, এই বাসনা আমার অন্তঃকরণে উদিত হইল ; কারণ আমি বিবেচনা করিয়া দেখিলাম, যৌবনাবস্থা মনুষ্যের অশেষ অনর্থ ও অসুখের আস্পদ ; যুবা ব্যক্তিরা দুর্দান্ত ইক্রিয় গণের নিতান্ত পরতত্র হইয়া অনায়াসেই ধৰ্ম্মমার্গ অতিক্রম করে । সভাপতি এক প্ৰকাণ্ড পুস্তক উদঘাটন করিলেন ; উহাতে মাইনসের সমুদায় নীতিশাস্ত্ৰ লিখিত আছে। উহা সুগন্ধিদ্রব্যপূর্ণ সুবৰ্ণপেটকে অতি যত্নে নিবন্ধ থাকে। পুস্তক বহিৰ্গত হইবা মাত্র, প্রাজ্ঞেরা প্ৰগাঢ় ভক্তি প্ৰদৰ্শন পুর্বক প্ৰণাম করিয়া কহিতে লাগিলেন, বে। সকল নিয়ম দ্বারা জ্ঞান, ধৰ্ম্ম ও সুখের বৃদ্ধি হয়, তাহাদের তুল্য পবিত্র ঐহিক পদাৰ্থ আর কিছুই নাই। যাহারা অন্যান্য লোকের শাসনার্থে এই সকল নিয়ম প্রবর্কিত করিয়া থাকেন, তঁাহাদের নিজেও সেই সকল নিয়ম দ্বারা শাসিত হওয়া আবশ্যক ; কারণ ব্যক্তিবিশেষে >dno