>8° টেলিমেকিস । শাসনকৰ্ত্ত না হইয়া, তৎ তাৎ নিয়মেরই শাসনকর্তৃত্ব থাকা উচিত। প্রাচীন প্ৰজ্ঞ মণ্ডলী এই ৰূপে আপন অভিপ্ৰায় র্যক্ত করিলেন । তদনন্তর সভাপতি তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন এবং কহিয়া দিলেন, মাইনসের অভিপ্ৰায়ানুসারে ঐ সকল প্রশ্নের উত্তর দিতে হইবে। প্রথম প্রশ্ন এই ; সম্পূর্ণ স্বাধীন কে ? এক ব্যক্তি বলিল, যে রাজায় অপ্রতিহত প্ৰভুশক্তি আছে, ও বিনি স্বীয় সমুদায় অরিকুল পরাজিত করিয়া অখণ্ড ভূমণ্ডলে একাধিপত্য বিস্তার করিয়াছেন, তিনিই সম্পূর্ণ স্বাধীন। আর এক জন বলিল, বাহার এৰুপ ধন আছে যে, যাহা ইচ্ছা! অক্ষয় করিতে পারে, সেই সম্পূৰ্ণ স্বাধীন। কোন ব্যক্তি বলিল, যে বিবাহ করে নাই এবং কোন রাজার শাসনাধীন না হইয়া” চিরকাল দেশ ভ্ৰমণ করে, সেই সম্পূর্ণ স্বাধীন। কেহ কেহ।। বলিল, যে পুলিন্দ মৃগয়া দ্বারা জীবিকা নিৰ্বাহ করত নরসমাজের সহিত কোন সংস্রব বা মানবজাতির প্রয়োজনো-" পযোগী কোন পদার্থে অভিলাষ না রাখিয়া অরণ্যে বাস করে, সেই সম্পূর্ণ স্বাধীন। অন্যেরা বলিল, যে দাস অল্প ক্ষণ মাত্র দাসত্বশৃঙ্খল হইতে মুক্তিলাভ করিয়াছে, সেই সম্পূর্ণ স্বাধীন ; কারণ দীর্ঘকালীন দাসত্ব যন্ত্রণা হইতে মুক্ত হওস্নাতে, স্বাধীনতা যে “কত মধুর। তাহা তখনই সে বিলক্ষণ অনুভব করিতে পারে। অপরের বলিল, যাহার মৃত্যু আসন্ন হইয়াছে, সেই ব্যক্তি সৰ্ব্বাপেক্ষা স্বাধীন ; কারণ মৃত্যুই সকল শৃঙ্খল ভেদ করিয়া দেয় ও মৃত ব্যক্তির উপর কাহারও কোন ক্ষমতা চলে না । এই ৰূপে সকলে উত্তর প্রদান করিলে পর, আমি বলি
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।