পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 টেলিমেকিস। করিল, এই প্রশ্নে ঐ ব্যক্তিই জয়ী হইলেন । কিন্তু আমাকে জিজ্ঞাসা করিলে আমি কহিলাম, যে রাজা মনে করেন যে, অন্যান্য লোককে অসুখী করিলেই আপনি সুখী হইতে পারিব, তিনিই সর্বাপেক্ষা অসুখী । অনভিজ্ঞতা দ্বারা ভঁাহার অসুখের উত্তরোত্তর বৃদ্ধি হইতে থাকে ; কারণ কি নিমিত্তে অসুখ জন্মিতেছে তাহা তিনি বুঝিতে পারেন না ; সুতরাং সেই অসুখের কোন প্ৰতিবিধানও হয় না ; বাস্তবিক, তিনি অসুখের কারণ অবগত হইতে ভীত হয়েন, এবং মিথ্যাবাদী প্ৰতারক চাটকারগণে সতত পরিবেষ্টিত থাকেন, তাহারা ভঁৰ্তাহাকে কোন বিষয়ের যথার্থ তত্ত্ব অবগত হইতে দেয় না । তিনি দাসবৎ অ্যাপন ইন্দ্ৰিয়গণের পরিতোষ সম্পাদনে, সতত রত হইয়া স্বীয় কৰ্ত্তব্য কৰ্ম্মে একান্ত পরামুখ ও হিতানুষ্ঠানজনিত সুখাস্বাদনে চিরকাল বঞ্চিত থাকেন, এবং ধৰ্ম্মের আশ্রয় লইলে ষে iSBBDDDD DBBB DD YBDS DBDD S DBDDDD DDDD DDDBB S উদ্ধৃদ্ধ হয় না। তিনি বিষম অসুখে কালক্ষেপ করেন। বটে, কিন্তু সেই অম্বখ ভঁাহার উপযুক্ত দণ্ড । তঁহার মনঃপীড়ার ইয়ত্ত নাই, উহা ক্রমশঃ বৃদ্ধি প্ৰাপ্ত হইতেই থাকে । পরিশেষে, অধোগতি প্ৰাপ্ত হইয়া ভঁাহাকে চিরকাল নরকযন্ত্রণ ভোগ করিতে হয় । এই কথা শুনিয়া প্রাজ্ঞেরা কহিলেন যে, আমি মাইনসের যথার্থ অভিপ্ৰায়ানুৰূপ উত্তর দিয়াছি, অতএব আমি জয়ী হইলাম । তৃতীয় প্রশ্ন এই ; রণপণ্ডিত ও বিজিগীষু, অথবা রণকৌশলানভিজ্ঞ কিন্তু শান্তশীল ও রাজকাৰ্য্যদক্ষ, এই