পঞ্চম সৰ্গ । S8S দুই প্রকারের মধ্যে কোন রাজা উত্তম ? অধিকাংশ ব্যক্তিই বলিল, বিজিগীষু রাজা উত্তম। তাহারা এই কারণ দর্শাইল যে, রাজা সমরকালে স্বদেশরক্ষায় অসমৰ্থ হইলে, ভঁাহার রাজকাৰ্য্যনৈপুণ্য ফিলোপধায়ক হয় না ; ভঁাহার প্রভুশক্তি এক কালে বিলুপ্ত হইয়া যায় ; প্রজাগণ শক্রিহস্তে পতিত হয় । কোন কোন ব্যক্তি বলিল, भांखनेौण ब्रांक जैडम : कांद्भव cयभन डिनि. लव डौड হইবেন, তেমনই যাহাতে সমরানল প্ৰজ্বলিত হইতে না পায় তদ্বিষয়েও সাতিশয় সাবধান থাকিবেন । কেহ কেহ এই উত্তরের প্রত্যুত্তর প্রদান করিল, দেখ, বিজিগীষু নরপতি বিপক্ষজয় দ্বারা যে কেবল স্বীয় যশোবুদ্ধি করেন 'এমন নহে, ভঁাহার প্রজাগণও দিগ্বিজয়ী জ্বারা দিগন্তব্যাপিনী কীৰ্ত্তি স্থাপন করে ; কিন্তু শান্তশীল রাজার প্রজাগণ নিশ্চিন্ত ও নিরাপদ হইয়া বাস করিতে করিতে, পরিশেষে অত্যন্ত অলস, ভীরুস্বভাব ও কাপুৰুষ হইয়া উঠে। তদনন্তর আমার মত জিজ্ঞাসা করাতে আমি বলিতে আরম্ভ করিলাম । শান্তিকালে সুপ্ৰণালীতে রাজকাৰ্য্য নির্বাহে নৈপুণ্য ও সমরকালে অপ্রধূষ্যভাবে রণকৌশল প্ৰদৰ্শন, রাজার এই উভয়গুণসম্পন্ন হওয়া অত্যন্ত আবশ্যক । যিনি এই উভয়ের একতর গুণে বিহীন, তিনি প্রকৃত রাজার অৰ্দ্ধাংশমাত্র ; কিন্তু যিনি শান্তিকালে রাজকাৰ্য্য নির্বাহে সম্যক প্রবীণ, কিন্তু স্বয়ং রণপণ্ডিত না হইয়াও সংগ্ৰামকালে উপযুক্ত সেনাপতি দ্বার স্বীয় রাজ্যের রক্ষাকাৰ্য্য সমাধান করিতে পারেন, তাদৃশ রাজা, আমার মতে, নিরবচ্ছিন্ন রণপণ্ডিত রাজা
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।