(S টেলিমেকিস । বেত হইয়া সাহায্যদান দ্বারা সেই আক্রমণের নিবারণ ও সেই দুরাকাঙক্ষ নরপতিকে সাধারণের শত্রু জ্ঞান করিয়া যথোচিত প্ৰতিফল প্ৰদান করেন । তিনি দু্যায়পরায়ণ ও রাজশাসনকাৰ্য্যে, সম্পূৰ্ণ অভিজ্ঞ ও বিলক্ষণ পারদর্শী, অপত্যনির্বিশেষে প্ৰজা পালন করেন, যাহাতে তাহাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি, সৎকর্মের অনুষ্ঠানে অনুরাগ ও অসৎপ্রবৃত্তি পরিহার হয় তদ্বিষয়ে নিরন্তর ব্যাপৃত থাকেন, এজন্য তঁাহার নিজ প্ৰজাগণ র্তাহার প্রতি পিতৃভক্তি প্রদর্শন করে । ফলতঃ, যে রাজার শাসনগুণে রাজ্যের যাবতীয় লোক সুখে ও স্বচ্ছন্দে কালষাপন করে, তঁাহরই রাজসিংহাসনে অধিরোহণ করা সার্থক, এবং তাদৃশ ব্যক্তিরই রাজশব্দে উল্লিখিত হওয়া উচিত। যদিও তিনি নিজে আবশ্যক সময়ে সমরব্যাপারে অপারক হন, নিযুক্ত সেনাপতিগণ দ্বারা অনায়াসে তাহার সম্যক সমাধান হইতে পারে । তিনি রু বিবর্জিত, এজন্য যথার্থ উপযুক্ত ব্যক্তিদিগকেই দি যুক্ত করবেন ; সুতরাং ভঁাহার নিযোজিত সেনাপতির প্রকৃত ৰূপে কাৰ্য্য করিতে সমর্থ হইবেন, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই । অতএব তাদৃশ নৃপতির সমরব্যাপারে অনভিজ্ঞতাৰূপ যে নু্যনত থাকে, অনায়াসেই তাহার পরিহার হইতে পারে । এই সমস্ত হেতু বশতঃ, আমার মতে শান্তশীল রাজা বিজিগীষু অপেক্ষা সর্বতোভাবে শ্রেষ্ঠ। আমার উত্তর শ্রবণ করিয়া অনেকেই অসন্তোষ প্রদমর্শন করিলেন । আমি তাহাতে আশ্চৰ্য্য বোধ করিলাম না, কারণ সাধারণ লোকে সকল বিষয়ে ধুম ধাম দেখিলেই
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।