श्र्छ जर्श । S(4. রায় ইঙ্গিত করিয়া জানাইলাম যে, আমার আরও কিঞ্চিৎ BBD BDDDDD SS SLBLBBDKS DBBBD DBDY BBD BDD এই মনে করিতে লাগিল যে, এই বার আমি রাজ্যভারগ্রহণে সম্মতি প্ৰকাশ করিব । আমি কহিতে লাগিলাম, হে ক্রীট বাসিগণ ! আমি তোমাদিগকে অকপট হৃদয়ে। মনের কথা কহিতেছি । পৃথিবীতে যত জাতি আছে, আমি তোমাদিগকে সেই সকল অপেক্ষা জ্ঞানী বিবেচনা করি ; কিন্তু একটি বিষয়ে বিলক্ষণ ক্ৰটি দেখিতেছি ; যে ব্যক্তি তোমাদের রাজনিয়ম অবগত মাত্ৰ হইয়াছে, তাহাকে রাজপদে প্রতিষ্ঠিত করা কোন ক্রমেই যুক্তিসিদ্ধ নহে ; যে ব্যক্তি স্থির চিত্তে ঐ সমস্ত নিয়মের অভ্যাস করিয়াছে, তাহাকেই তাদৃশ গুরুতর কাৰ্য্যে নিযোজিত করা কীৰ্ত্তব্য । আমি অদ্যাপি অপরিণত বয়স্ক বালক, আমার কোন বিষয়ে অভিজ্ঞতা জন্মে নাই, উদাম ইন্দ্ৰিয়- “ "গণের পরতন্ত্ৰ হইয়া কাৰ্য্য করিয়া থাকি ; এই আমার গুৰূপাদেশের সময়, রাজ্যভার গ্রহণে আমি অদ্যাপি সমৰ্থ হইতে পারি নাই। কোন ব্যক্তি বুদ্ধি ও বলে জয়ী হইলেই র্তাহার হস্তে রাজ্যের ভারার্পণ করা উচিত নহে; সেই ব্যক্তি স্বীয় ইন্দ্ৰিয়গণের জয় করিয়াছেন কি না, তদ্বিষয়ে সবিশেষ অনুসন্ধান করা আবশ্যক । যাহার হৃদয়পটে মাইনসের সমুদায় নীতিশাস্ত্ৰ লিখিত হইয়াছে এবং কাৰ্য্য দ্বারা যিনি তদন্তৰ্গত প্ৰত্যেক উপদেশবাক্যের সার্থকতা সম্পাদন করিয়াছেন, তঁাহাকেই রাজপদে প্রতিষ্ঠিত কর । ফলত, তিনি যাহা মুখে বলেন তাহা না শুনিয়া, যে সকল কাৰ্য্য করিয়াছেন তাহা দেখিয়াই তঁাহাকে মনোনীত কর ।
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।