, Sዕrb” টেলিমেকিস। প্রাজ্ঞেরা আমার এই বাক্য শ্ৰবণ করিয়া সাতিশয় প্রীত হইলেন এবং কিয়াৎ ক্ষণ অভিনিবেশ পুৰ্ব্বক ৰিবেচনা করিয়া কহিতে লাগিলেন, টেলিমেকস ! তুমি যে রাজ্যভার গ্ৰহণ করিবে তদ্বিষয়ে আমাদের আর অ্যাশা নাই ; তবে যাহাতে আমরা উৎকৃষ্ট রাজার হস্তে রাজ্যভার ন্যস্ত করিতে পারি, এক্ষণে তদ্বিষয়ে সহায়তা কর । এ দেশে রাজশক্তি পরিচ্ছিন্ন ; যিনি সিংহাসনে অধিরোহণ করিয়া ঐৰূপ ক্ষমতাতে সন্তুষ্ট হইয়া থাকিবেন, তাদৃশ কোন মহানুভাব ব্যক্তিকে নিৰূপিত করিয়া দাও । আমি বলিলাম, আমার পরিচিত সৰ্ব্বগুণালস্কৃত এক মহানুভাৰ ব্যক্তি আছেন । আমাতে যে কোন গুণ আছে, তাহা আমি তঁাহার নিকটেই প্ৰাপ্ত হইয়াছি; আর যে সকল বাক্য আমার মুখ হইতে নিৰ্গত হইয়াছে, তৎসমুদায় তঁহারই জ্ঞানরত্নাকর হইতে উদ্ভূত। আমার বাক্য সমাপ্ত না হইতেই, মেণ্টরের উপর সকলের নেত্র পতিত হইল । আমি হস্ত ধারণ পূর্বক তঁাহাকে তাহদিগের সম্মুখে উপনীত করিলাম এবং, তিনি যে প্রকারে আমাকে শৈশবাবস্থায় রক্ষা করিয়াছিলেন, যে সকল বিপদ হইতে মুক্ত করিয়াছিলেন, ও তদীয় উপদেশে অবহেলা করিয়া আমার যে সকল দুর্দশ ও দুৰ্দৈবি ঘটিয়াছিল, তৎ সমুদায় সবিস্তর বর্ণনা করিলাম । মেন্টর স্বভাৰতঃ নম্রপ্ৰকৃতি ও মিতভাষী, ভঁাহার পরিচ্ছদও অতি সামান্যৰূপ, সুতরাং জনতামধ্যে তিনি এ পৰ্য্যন্ত অলক্ষিতপ্ৰায় দণ্ডায়মান ছিলেন, এক্ষণে তিনি সকলের সবিশেষ লক্ষ্য DBD DDDDDB BBDDBDS DBDDD DDuDBBDS DBBBDBDS
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।