টেলিমেকিস। করি। আমার আর কোন অভিলাষ নাই, সতত কেবল এই বাসনা যে, নিশ্চিন্ত মনে বিজন বাসে জীবন ক্ষেপণা: করিব ও আত্মাকে পরম পবিত্ৰ জ্ঞানামৃতপানে মগ্ন রাখিয়া, অনন্ত পারলৌকিক সুখ সম্ভোগ প্ৰত্যাশায় জীবনের স্বল্পাবশিষ্ট ভাগ নিরুদ্বেগে যাপন করিব । এতভিন্ন, আমার আর এই এক বাসনা আছে যে, আমাকেযেন কখনই মেন্টর ও টেলিমেকসের সহবাসসুখে বঞ্চিত হইতে না হয় । অনন্তর ক্রীটবাসীরা মেন্টরকে সম্বোধন করিয়া উচ্চৈঃস্বরে কহিতে লাগিলেন, হে বিজ্ঞতম ! হে নরোত্তম | কোন ব্যক্তি আমাদের রাজা হইবেন, আপনি স্থির করিয়া দেন, নতুবা আমরা আপনাকে এই দ্বীপ হইতে প্ৰস্থান করিতে দিব না । মেন্টর অবিলম্বে উত্তর করিালেন, হে ক্রীট বাসিগণ ! যৎকালে আমি রঙ্গভূমিতে দাঁড়াইয়া যুদ্ধাদি দেখিতেছিলাম, তখন এক ব্যক্তি আমার নয়নগোচর হইয়াছিলেন ; তাদৃশ জনতামধ্যেও ভঁাহাকে অবহিতচিত্ত ও প্রশান্তমূৰ্ত্তি দেখিয়াছি, আর বোধ হইতে লাগিল, তিনি পরিণত বয়স্ক হইয়াও বিলক্ষণ সবলকায় রহিয়াছেন। পরে কৌতুহলাকুলিত চিত্তে অনুসন্ধান করিয়া জানিলাম, ভঁাহার নাম আৱিষ্টডিমস্। কিয়ৎ ক্ষণ পরে শুনিলাম, নিকটবৰ্ত্তী কতক গুলি লোক তঁাহাকে বলিতেছে, আপনকার দুই পুত্র এই সকল যুদ্ধাদিতে প্ৰতিদ্বন্দ্বী আছেন । তিনি তাহাতে সন্তোষ প্ৰকাশ না করিয়া কহিতে লাগিলেন, একটি পুত্রকে আমি এত সেহি করি যে, তাহাকে রাজপদসংক্রান্ত বিপত্তিতে মগ্ন
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।