পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 * টেলিমেকিস। ” পুৰ্ব্বকৃত কাৰ্য্যসমুহ বিস্মরণ পূর্বক, ভঁাহাকে দারিদ্র্যাদুঃখে৷ মগ্ন এবং নিষ্ঠুর ও নীচ লোকের উপহাসাম্পদ করিয়া ট্রয়যাত্রা করিয়াছিলেন। কিন্তু আরিাষ্টডিমস্যা দরিদ্রতাতে অসন্তুষ্ট হইলেন না ; ক্রীট দ্বীপের প্রান্তভাগে স্বচ্ছন্দে বাস করিয়া, স্বহস্তে ভূমিকৰ্ষণ পূর্বক জীবিকা নিৰ্বাহ করিতে লাগিলেন । যে পুত্রটি ঊর্তাহার অত্যন্ত প্রিয় সে কৃষিকৰ্ম্মে তঁাহার যথোচিত সহায়তা করিতে-লাগিল । এই রূপে পরিশ্রম দ্বারা প্ৰয়োজনোপযোগী অর্থ লাভ করিয়া তাহারা মিতব্যয়িত সহকারে পরম সুখে কাল যাপন করিতে লাগিলেন। অরিাষ্টডিমস ষেমন বীরপুরুষ, তেমনই জ্ঞানী ও দয়াদাক্ষিণ্যাদি গুণে মণ্ডিত । সংসারযাত্রা নিৰ্বাহ করিয়া যাহা কিছু উদ্ধৃত্তি হয়, তিনি তৎক্ষণাৎ তাহ বৃদ্ধ ও রুগ্নদিগকে দান করেন, যুবকদিগকে পরিশ্রমে উত্তেজিত, কুপথপ্রবৃত্ত ব্যক্তিদিগকে সৎপথাব্ৰলম্বনে প্রোৎসাহিত, ও মুখদিগকে জ্ঞানোেপার্জনে উৎসুক। করেন, এবং পরস্পর বিবাদ ঘটিলে স্বয়ং মধ্যবৰ্ত্তী হইয়া সমীমাৎসা করিয়া দেন। ফলতঃ, তিনি সকল পরিবারেরই একপ্রকার কৰ্ত্ত । তঁহার নিজপরিবার মধ্যে সকল সুখই আছে, কেবল দ্বিতীয় পুত্ৰটি সুশীল ও সজ্জন হইলে অসুখের কারণমাত্ৰ থাকিত না । পুত্রের চরিত্রসংশোধন নিমিত্ত তিনি বহু কাল অশেষবিধ চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কোন ক্ৰমেই কৃতকাৰ্য্য হইতে না পারিয়া, পরিাশেষে তাহাকে গৃহ হইতে বহিস্কৃত করিয়া দিয়াছেন। তদবধি সে, নানাবিধ গৰ্হিত কাৰ্য্যের অনুষ্ঠানে রত হইয়া, অশেষ অত্যাচার করিতেছিল ; এক্ষণে দুরাকাঙক্ষার বশী