SR টেলিমেকিস । ৰুদ্ধ রাখিয়া পরিশেষে ভস্মাবশেষ করেন, বিনি। স্বীয় শৌর্য্যে ও অপ্ৰতিহত বুদ্ধিশক্তিপ্রভাবে আসিয়াদেশের শেষ সীমা পৰ্য্যন্ত আপন নাম বিখ্যাত করিয়াছেন, তিনি আমার পিতা, র্তাহার নাম ইউলিসিস, তিনি এক জন গ্ৰীসদেশীয় রাজা । তিনি ট্রয়নগর নিপাত করিয়া, স্বদেশপ্ৰত্যাগমনাভিলাষে অর্ণবপোন্তে অধিৰূঢ় হইয়া, দুস্তর সাগর পথের পান্থ হইয়াBB DBYBB LBB DDS BD SBDDDDS BDD DDB S তদীয় অর্ণবপোত বায়ুবেগবশে অনায়ত্ত হইয়া অদ্যাপি ইতস্ততঃ ভ্ৰমণ করিতেছে, অথবা এক বারেই সাগরYTe sBB BBBDSDBDDBDD SBBtB DDD S S SDDDD আদর্শনে তদীয় প্ৰজাগণ সাতিশয় শোকাকুল হইয়াছে ; আমার জননী, ভঁাহার পুনর্দর্শনে নিতান্ত নিরাশ্বাস হইয়া, অহোরাত্ৰ হাহাকার করিতেছেন ; আমিও সেইৰূপ নিরাশ্বাস হইয়াছি বটে, কিন্তু এক বারেই আশা পরিত্যাগ করিতে না পারিয়া, ভঁাহার অন্বেষণার্থে দেশে দেশে পৰ্যটন করিতেছি । হায়! আমি দুরাশাগ্ৰস্ত হইয়া ভঁাহার অন্বেষণ করিতেছি বটে, কিন্তু হয় ত, আমাদিগের দুর্ভাগ্যক্রমে, তিনি এত দিন মহাভীষণ অর্ণব প্রবাহের কুক্ষিগত হইয়াছেন । ভগৰতি । অপ্ৰতিহত দৈবশক্তিপ্রভাবে ভূত ভবিষ্যৎ বৰ্ত্তমান কিছুমাত্র তোমার অবিজ্ঞাত নাই ; অতএব প্ৰসন্না হইয়া ৰল, আমার পিতা অদ্যাপি নিরলোকে বিদ্যমান আছেন, কি এ জন্মের মত এক বারেই আদর্শন প্ৰাপ্ত হইয়াছেন ? টেলিমেকসের এইৰূপ বাগ্নিতা, বিজ্ঞতা ও পুর্ণ যৌবন দর্শনে কালিপেন্স চমৎকৃত ও মোহিত হইলেন । তিনি
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।