अछे जाँ। 3°● ভূত হইয়া, হিতাহিতবিবেচনায় এক বারে বিসর্জন দিয়া রাজপদপ্রার্থী হইয়াছে।” হে ক্ৰীটৰাসিগণ ! আরিাষ্টডিামসের বিষয় আমি যেৰূপ শুনিয়াছিলাম অবিকল বর্ণনা করিলাম ; উহা যথার্থ কি না। তাহা তোমরাই বলিতে পার। যদি যথার্থ হয়, তাহা হইলে এত আড়ম্বর ও এত জনতার প্রয়োজন কি ছিল ? যিনি সমরসংক্রান্ত সমুদায় ব্যাপার সবিশেষ অবগত আছেন ; যাঁহার এত সাহস ও সহিষ্ণুতা আছে যে, ভল প্রভৃতি অন্ত্রাঘাতের কথা দুরে থাকুক, দরিদ্রতার তীব্র ও দুঃসহ শরাঘাতেও অবিচলিত থাকেন ; যিনি তোষামোদার্জিত ধনে ঘূণা প্ৰদশ্ৰন করেন ; যাহার আলস্যে বিরাগ ও পরিশ্রমে অনুরাগ আছে ; কৃষিকাৰ্য্য দ্বারা সাধারণের কত উপকার জন্মে, যিনি তাহার সবিশেষ অবগত আছেন ; যিনি বাহ্য শোভায় ও বাহ্য আড়ম্বরে একান্ত বিমুখ ; যাহার ইন্দ্ৰিয়গণ নিয়ত বুদ্ধিবৃত্তির অধীন ; যে সন্তানস্নেহের বশীভুত হইয়া প্ৰায় সকলেই হিতাহিত বিবেচনা শূন্য হইয়া উঠে, সেই সন্তান - ম্নোকু যাহাকে কখনই ধৰ্ম্মপথ হইতে স্বলিত পদ করিতে পারে নাই ; যিনি তনয়দ্বয়ের মধ্যে ধাৰ্ম্মিককে লালন পালন করিতেছেন, ও অধাৰ্ম্মিককে নিষ্কাশিত করিয়াছেন ; ফলতঃ, যাঁহাকে ক্রীটবাসীদিগের পিতার স্বৰূপ বলিতে পারা যায়, ঈদৃশ ব্যক্তি তোমাদিগের দেশে বাস করিতেছেন। অতএব, যদি মাইনসের দণ্ডনীতি অনুসারে শাসিত হইতে অভিলাষ। থাকে, তাহা হইলে ইহাকেই সিংহাসন প্ৰদান কর। মেণ্টলােরর এই বাক্য শ্রবণ করিয়া সকলে একবাক্য হইয়া মুক্ত কণ্ঠে বলিয়া উঠিল, আরিাষ্টডিমন্সের বিষয় যাহা কথিত
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।