পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সৰ্গ । Y No* ‘হেজলকে মাইনসের স্বহস্তলিখিত এক খণ্ড ব্যবস্থাপুস্তক ও ক্রীট দ্বীপের ইতিহাসগ্রন্থ প্ৰদান করিলেন ; তভিন্ন, আহ!-- রার্থ তদীয় অর্ণবপোতে নানাবিধ উপাদেয় খাদ্য সামগ্ৰীBBuDBD BBBS LLLDD BDBDD S BuuBBDS SDBDDD DBDDDBBBD হইবে জানিবা মাত্ৰ উপনীত হইবেক । অতঃপর আমরা প্ৰস্থানের নিমিত্ত নিতান্ত উৎসুক হইয়া উঠিলাম। বহুসংখ্যক নিপুণ নাবিক, কতিপয় বলবীৰ্য্যশালীসৈনিকপুরুষ, নানাবিধ পরিচ্ছদ ও যথেষ্ট আহারসামগ্ৰী দিয়া রাজা অবিলম্বে এক অৰ্ণবযান সজ্জিত করাইলেন। আমরা যানারোহণের উদেযাগ করিতেছি, এমন সময়ে ইথাকাগমনোপযোগী বায়ু বহিতে লাগিল ; কিন্তু হেজলকে তদ্বিপরীত দিকে গমন করিতে হইবে, সুতরাং অগত্যা তঁহাকে কিছু দিনের নিমিত্ত ক্রীট দ্বীপে অবস্থিতি করিতে হইল”। তিনি আমাদিগকে পরম মিত্ৰ জ্ঞান করিতেন ; এক্ষণে আমাদের সহিত জন্মের মত দেখা শুনা শেষ হইল। স্থির করিয়া, নিতান্ত কাতর চিত্তে আমাদিগকে আলিঙ্গন করিয়া কহিতে লাগিলেন, দেখি ! দেবতারা ন্যায়পরায়ণ-; ভঁাহারা জানেন যে, ধৰ্ম্মই আমাদের সৌহৃদ্যগ্ৰন্থি ; অতএব র্তাহারা অবশ্যই আমাদিগকে পুনরায় মিলিত করিবেন। ধাৰ্ম্মিকের জীবনান্তে যে আনন্দক্ষেত্রে অবস্থিতি করিয়া অনন্ত বিশ্রামসুখ অনুভব করেন, আমাদিগের জীবাত্মা সেই স্থানে পুনর্বার মিলিত হইবে, তৎপরে আর কখনই বিযুক্ত হইবে না। হায়! আমার এই অভিলাষ কি পুর্ণ হইবে ? অামার ভস্মরাশি কি তোমাদের ভস্মের সহিত মিলিত হইবে ? এই বলিতে বলিতে শোকভারে ভঁাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল,