. श्र्छ जर्को । SVS তৎক্ষণাৎ তাহ সম্পাদনা করিব, তোমরা আমার সৌহৃদ্যে নির্ভর করিয়া নিশ্চিন্ত থাকিবে । বাস্পরুদ্ধকণ্ঠে এই কথা বলিয়া, তিনি আমাদিগকে আলিঙ্গন করিলেন, আমরাও অশ্রুপূৰ্ণ নয়নে প্ৰত্যালিঙ্গন করিলাম । VM অনুকুল বায়ু বহিতে আরম্ভ হইল। তদর্শনে বোধ হইতে লাগিল, আমরা নিরাপদে ও পরম সুখে স্বদেশে প্ৰতিগমন করিতে পারিব। আইডানাম প্রসিদ্ধ প্ৰকাণ্ড ভূধর মুহূৰ্ত্তমধ্যে গণ্ডশৈলবৎ প্রতীয়মান হইতে লাগিল ; ক্রীট দ্বীপের উপকুল। এক বারে দৃষ্টিপথাতীত হইয়া গেল ; এবং বোধ হইতে লাগিল, যেন পিলোপনিসসের উপকুল সাক্ষাৎকারমানসে দ্রুত বেগে আমাদের অভিমুখে আগমন করিতেছে। কিন্তু অকস্মাৎ এক প্ৰচণ্ড বাত্য উথিত হইয়া গগনমণ্ডল অন্ধকারে আচ্ছন্ন করিয়া আনিল এবং সাগরবারি। আলোড়িত করিয়া উত্তাল তরঙ্গমালা বিস্তার করিতে লাগিল । রজনী উপস্থিত হইল । বোধ হইতে লাগিল, যেন মৃত্যু ভীষণ মূৰ্ত্তি পরিগ্ৰহ করিয়া পুরোভাগে আবির্ভূত হইল। মেন্টর দৈবসংক্রান্ত সমস্ত বিষয়ে সবিশেষ অভিজ্ঞ ; আমি ভঁাহার নিকট শুনিয়াছি ষে, পূৰ্বে আমরা বীনসের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করিয়াছিলাম, তৎপ্রযুক্ত তিনি সাতিশয় ক্রুদ্ধ হইয়া, আমাদিগকে শান্তিপ্ৰদানার্থ বরুণসমীপে গমন করেন, এবং বাষ্পাকুল লোচনে গদগদ বচনে কহোন, দেখ! এই দুরাত্মারা আমার অৰমাননা করিয়া অক্ষত শরীরে যাইতেছে, তুমি কি বসিয়া দেখিতে থাকিবে ? দেবতারাও আমার পরাক্রম স্বীকার করিয়া থাকেন; কিন্তু এই দুই অহস্কৃত মানবের এত দুর আস্পৰ্দ্ধা যে, আমার প্রিয় দ্বীপ মধ্যে যাহারা আমার অর্চনা RR
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।