এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
38 টেলিমেকিস। F ব্যক্তিকেও দেখিতে পাইলাম না । বোধ হয়, ভঁাহারা সকললেই, হুতাশ্বাস হইয়া, জীৰনাশায় বিসর্জন দিয়া, পোতসামভিব্যাহারেই অর্ণবগর্ভে প্রৰিষ্ট হইয়াছেন । আমরা নির্বিমে ও নিরুদ্বেগে ক্ৰমে ক্ৰমে তীরের অধিকতর সমিহিত হইতে লাগিলাম । অৰশেষে জানুপ্রমাণ জলে উপস্থিত হইৰামাত্র, আমাদিগের চরণ ৰাজুকা স্পর্শ করিল। ঐ স্থানেই আমরা, এই অশেষ সুখাম্পদ পরম রমণীয় দ্বীপের অধীশ্বরী কৃপাময়ী দেবীর নেত্রপথে পতিত হইয়া, তদীয় অপ্রতিম স্নেহের অভাজন হইয়াছি ও অসম্ভাৰনীয় অনুগ্রহ লাক্ত করিয়াছি ।