SS টেলিমেকিস। শোভিত দ্রাক্ষালতা দ্বারদেশের আচ্ছাদাবস্ত্রের কাৰ্য্য সম্পা, দিন করিতেছে; শীতল সুগন্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার দ্বারা সুৰ্য্যের আতপ অনুভূত হইতেছে না ; ক্ষুদ্র তরঙ্গিণী সকল, মনোহারী ঝর্কর নিনাদ দ্বারা জীবগণের অনির্বাচনীয় আনন্দ সম্পাদন করত, বিবিধ কুসুমশোভিত কাননের মধ্য দিয়া চতুর্দিক ভ্ৰমণ করিতেছে। কন্দরের অনতিদূরে এক বন আছে, তত্ৰত্য পাদপসমূহে কুসুমরাশি সতত বিকসিত হইয়া থাকে, সেই সকল কুসুমের সুষম দর্শনে দর্শনেন্দ্ৰিয়ের, ও অমৃতায়মান সৌরভের আত্মাণে স্ত্ৰাণেন্দ্ৰিয়ের . চরিতার্থতা লাভ হয়। ঐ সমস্ত কুসুম পরিণামে অমৃতাস্বাদপরিপুরিত ফল প্রসব করে। বনের অসুৰ্য্যস্পষ্ঠ ভূভাগে বিহঙ্গমগণের প্রকৃতিসুখাবহ কলরব ও জলপ্রপাতের কলকল ধ্বনি ব্যাতিরিক্ত আর কিছুই শ্ৰেবণগোচর হয় না। কালিপেন্স এই ৰূপে টেলিমেকাসকে স্বীয় আবাসক্ষেত্রের শোভার আতিশষ্য দর্শন করাইয়া কহিলেন, তুমি এখন যাও, আদ্র বস্ত্ৰ পরিত্যাগ করিয়া শ্ৰান্তি দূর কর; পরে তোমার সহিত সাক্ষাৎ করিয়া আমি তোমার সমক্ষে এৰূপ বিষয় সকল বর্ণনা করিব যে, তৎশ্রিবণে তোমার যে কেবল কর্ণসুখ লাভ হইবেক এমন নহে, তোমার হৃদয়ও দ্রবীভূত হইবেক । অনন্তর ভঁাহাকে সহচর সমভিব্যাহারে স্বীয় বাসগৃহের পার্শ্ববৰ্ত্তাঁ এক অতি নির্জন গৃহে প্ৰবেশ করিতে আদেশ দিলেন। র্তাহারা তথায় প্রবিষ্ট হইয়া দৃষ্টি করি, লেন দেবীর সহচরীগণ তঁহাদের নিমিত্ত মনোহর পরিচ্ছদ সঙ্গীকৃত করিয়া রাখিয়াছে, জলমাজন নিবন্ধন ভঁাহাদের শরীরের যে ক্লান্তি ও বৈকল্য জমিয়াছিল উত্তাপসেবা দ্বারা
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।