পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সৰ্গ । Sk তাহা দুর করিবেন, এই অভিপ্ৰায়ে সুগন্ধি ইন্ধন দ্বারা অগ্নি প্ৰজ্বলিত করিয়াছে এবং তদ্বারা সমুদায় গৃহ আমোদিত হইয়া আছে। টেলিমেকসের নিমিত্ত যে সুচারু পরিাY LsBDB DBD D DDB BD Dg BBBBD DBDS শষ্য দেখিয়া তিনি অপরিসীম হর্ষ প্ৰাপ্ত হইলেন। যাহা বস্তুতঃ অকিঞ্চিৎকর কিন্তু আপাতমনোরম, অপরিণামদর্শী যুবা পুরুষেরা এৰূপ বিষয়ে সহসা আকৃষ্ট ও মুগ্ধ হইয়া g忆卒可1 মেন্টর ভঁাহার চিত্তদৌর্বল্য অবলোকন করিয়া এই বলিয়া ভৎসনা করিতে লাগিলেন, টেলিমেকিস। এৰূপ অকিঞ্চিৎকর বিষয়ে আসক্তি প্ৰদৰ্শন করা কি ইউলিসিসের পুত্রের যোগ্য কৰ্ম্ম ? দৈবনিগ্ৰহ অতিবৰ্ত্তন করিতে ও পিতার ন্যায়। সৎপথাবলম্বী হইতে তৎপর হও । যে অনভিজ্ঞ যুবক, অবোধ নারীর ন্যায়, শরীরের বেশভুষায় অনুরক্ত, সে জ্ঞান ও প্ৰতিপত্তি লাভে এক বারে জলাঞ্জলি দেয় । যাহারা অকাতরে ক্লেশপরম্পরা সহ্য করে এবং অকিঞ্চিৎকর সুখসম্ভোগের মস্তকে পদাৰ্পণ করিতে পারে, छांदांद्रांदे थांबॅं छांनी ७ ऊांशंद्रां३ ४थडि°डिऊांख्रश्न इव्र । টেলিমেকাস দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক উত্তর করি।- , লেন, যদি আমি কখন অকিঞ্চিৎকর ভোগসুখের পরতন্ত্র হই, তাহা হইলে দেবতারা যেন আমাকে তৎক্ষণাৎ উৎসন্ন করেন। আপনি নিশ্চিত জানিবেন ইউলিসিসের পুত্র কখনই তুচ্ছ সুখে প্রলোভিত হইবেক না। কিন্তু বিবেচনা করিয়া দেখুন, দেবতারা কি দয়াময়। এৰূপ ঘোরতর বিপত্তির সময় ভঁাহারা আমাদিগকে এই করুণাদ্র,