© bም টেলিমেকিস। হৃদয় আদ্র না হইত, তাহা হইলে আমি কোন ক্রমেই তোমার অপরাধ মাৰ্জনা করিতাম না । তোমার পিতাও তোমার দ্যায় আমার অনুগ্রহভাজন হইয়াছিলেন ; কিন্তু কি দুঃখের বিষয়! অনুগৃহীত হইয়াও বুদ্ধি ও বিবেচনার দোষে অনুগ্রহের ফলভোগী হইতে পারিলেন না । আমি তাহাকে এই দ্বীপে অনেক দিন রাখিয়াছিলাম। তিনি অমরত্ব লাভ করিয়া চির কাল আমার সহবাসে পরম সুখে কালব্যাপন করিতে পারিতেন ; কিন্তু স্বদেশপ্ৰতিগমনে একান্ত লোলুপ হইয়া ঈদৃশ অসুলভ সুখ সম্ভোগে বঞ্চিত হইয়াছেন । তিনি যে স্বদেশের স্নেহে অন্ধ হইয়া আপনারা এৰুপ অপকার করিয়াছেন, কখন যে সেই স্বদেশে প্ৰতিগমন করিতে পারিবেন তাহার সম্ভাবনা নাই । তিনি, এখানে থাকিতে কোন ক্রমেই সম্মত না হইয়া, আমার অনুরোধ লঙ্ঘন করিয়া প্ৰস্থান করিলেন ; কিন্তু তিনি আমার যেমন অবমাননা করিয়াছেন তেমনই প্ৰতিফল পাইয়াছেন । যে পোতে আরোহণ করিয়া প্ৰস্থান করিয়াছিলেন, তাহা তৎসহিত অর্ণবগর্ভে প্রবিষ্ট হইয়াছে। টেলিমেকস ! তোমার পিতৃদর্শন বা পিতৃসিংহাসনে অধিরোহণের আশা শেষ হইয়াছে, অতএব দেখিয়া শুনিয়া সাবধান হও ; যদি আপনার মঙ্গল প্রার্থনা কর, পিতার অনুবৰ্ত্তী হুইও না । তুমি পিতৃশোকে একান্ত অভিভূত হইও না। তুমি পিতৃহীন হইয়াছ বটে, কিন্তু সৌভাগ্যক্রমে এমন এক দেবীর আশ্রয় পাইয়াছ, যে তিনি তোমাকে অত্যুৎকৃষ্ট রাজ্যাধিকার দিতে ও অমর করিয়া চির কাল পরম সুখে রাখিতে উদ্যত ।
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।