পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७थथम जर्श। సా কালিপেন্সার। এৰূপ কহিবার তাৎপৰ্য্য এই যে, টেলিমেকস পিতৃবিনাশ বৃত্তান্ত শ্রবণ করিলে তদীয় অন্বেষণে বিরত হইবেন এবং দেবীর প্রস্তাবিত অসুলভ সুখসম্ভোগের লোভে পড়িয়া, ভঁাহার বশীভুত হইয়া তৎসহবাসে কালব্যাপন করিতে সম্মত হইবেন । টেলিমেকস প্রথমতঃ সবিশেষ বিবেচনা না করিয়া, কালিপোসার সদ্ব্যবহার ও সৌজন্য দর্শনে পরম সৌভাগ্য বোধ করিয়াছিলেন ; এক্ষণে র্তাহার অভিপ্ৰায়ের কুটিলতা ও মেন্টরের দত্ত উপদেশের সারবত্তা বুঝিতে পারিয়া অতি সংক্ষেপে এইমাত্ৰ উত্তর প্ৰদান করিলেন, দেবি ! আমি যে দুর্নিবারশোকাবেগপরতন্ত্র হইয়াছি, তন্নিমিত্ত আমার উপর বিরক্ত হইবেন না । এক্ষণে আমার হৃদয় শোকমাত্র প্রবণ । শোকসময়ে সুখসন্তোগের কথা বিষবৎ বোধ হয় । কিন্তু কালসহকারে আমি শোকবেগ সংবরণ করিয়া পুনর্বার সুখসম্ভোগে সমর্থ হইতে পারিব। যদিও আমি এক্ষণে আর কিছুই করিতে না পাই, পিতৃভক্তি প্রদর্শনার্থ অন্ততঃ কতিপয় মুহূৰ্ত্ত অামাকে অগ্রুপাত করিতে দেন । পিতার বিনাশ সংবাদ শ্ৰবণে পুত্রের শোকাকুল হওয়া ও অগ্রুপাত করা উচিত কি না, তাহা আপনি আমি অপেক্ষা অধিক বুঝিতে পারেন। নিৰ্ব্বন্ধতিশয়ে অভিপ্রেতিসিদ্ধির ব্যাঘাতসম্ভাবনা বুঝিয়া কালিপেস এইৰূপ ভান করিলেন, যেন যথার্থই তঁাহার শোকে শোকাকুলা ও ইউলিসিসের দুর্ঘটনায় দুঃখিত হইয়াছেন। কিন্তু কি উপায়ে টেলিমেকিস। তঁাহার প্রতি অনুরক্ত হইতে পারেন। ইহা সবিশেষ অবগত হইবার নিমিত্ত, তিনি