পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o . টেলিমেকিস ।؟ তঁহাকে জিজ্ঞাসা করিলেন, টেলিমেকিস ! কি প্রকারে তোমার পোতভঙ্গ হইল এবং কি প্রকারেই বা তুমি এই দ্বীপে উত্তীর্ণ হইলে, সবিশেষ সমস্ত বৃত্তান্ত বর্ণন কর ; সমুদায় শুনিবার নিমিত্ত আমার অতিশয় ঔৎসুক্য, জন্মিয়াছে । টেলিমেকাস কহিলেন, আমার দুরবস্থার উপাখ্যান অতি বিস্তৃত, এখন বর্ণনা করিবার সময় নহে । কালিপেন্সা কহিলেন, যত কেন বিস্তুত হউক না, আমি শ্রবণ নিমিত্ত একান্ত অধৈৰ্য্য হইয়াছি ; অতএব ত্বরায় আরম্ভ করিয়া আমার ঔৎসুক্য দূর কর । এই ৰূপে বারংবার অনুরুদ্ধ হইয়া, টেলিমেকিস কোন ক্রমেই তদীয় প্রার্থনা উলঙঘন করিতে না পারিয়া পরিশেষে বর্ণনা অ্যারিস্ত করিলেন । টেলিমেকাস কহিলেন দেবি ! শ্ৰবণ করুন, যে সকল গ্রীক রাজার ট্রয়নগরীয় সংগ্ৰাম হইতে অবস্থিত হইয়া স্বদেশে প্ৰতিগমন করিয়াছিলেন, ভঁাহাদিগের নিকট পিতৃবৃত্তান্ত অবগত হইবার নিমিত্ত আমি ইখাকা হইতে বহির্গত হইলাম । ইতিপূর্বে, পিতার প্রতিগমনবিলম্ব দর্শনে তদীয় অনুর্দেশবাৰ্ত্ত প্রচার করিয়া দিয়া, অনেকে আমার জননীর পাণিগ্ৰহণাভিলাষে গীতায়াত করিতে আরম্ভ করিয়াছিল । তাহারা আমার এই আকস্মিক প্ৰস্থান দর্শনে বিস্ময়াপন্ন হইল ; কারণ তাহাদিগকে বিশ্বাসঘাতক ও প্ৰবঞ্চক জানিয়া তাহাদের নিকট আমি আপন অভিপ্ৰায় ব্যক্ত করি। নাই। আমি প্রথমতঃ পাইলাসানিবাসী নেষ্টারের নিকট এবং লাসিডিমনানিবাসী মেনেলেয়সের নিকট গমন করিালাম ; কিন্তু পিতা জীবিত আছেন কি মরিয়াছেন কেহই কিছু বলিতে পারিলেন না। চির কাল সংশয়াৰূঢ় হইয়া