প্ৰথম সৰ্গ । RS থাকা অতিশয় ক্লেশাবহ বিবেচনা করিয়া, পরিশেষে আমি সিসিলিদ্বীপগমনে স্থিরনিশ্চয় হইলাম ; কারণ এই জনরব শ্ৰবণ করিয়াছিলাম, যে পিতা প্ৰতিকুলবায়ুবশে তথায় নীত হইয়াছেন। কিন্তু আমার সহচর ও আমার সুখদুঃখভাগী পরম বিজ্ঞ মেন্টর ইহা কহিয়া এই দুঃসাহসিক ব্যবসায় হইতে নিবৃত্ত করিলেন যে, তথায় সাইক্লপ নামে নরমাংসাশী রাক্ষসেরা বাস করে এবং ঈনিয়ন্স প্রভৃতি টোজনেরাও গমনাগমন করিয়া থাকে ; তথায় যাইলে বিপদ ঘটিবার সম্পূর্ণ সস্তাবনা। ট্টোজনেরা সমুদায় গ্ৰীকজাতির উপর অত্যন্ত কুপিত হইয়া আছে, বিশেষতঃ ইউলিসিসের উপর ; তুমি ভঁাহার সন্তান, তোমাকে পাইলে তাহারা নিঃসন্দেহ বিনষ্ট করিবেক। অতএব আমার উপদেশ শুন, স্বদেশে ফিরিয়া চল । তোমার পিতা দেবতাদিগের অত্যন্ত প্ৰিয়পাত্র ; তিনি কখনই বিপদে পড়িবেন না ; হয় তা এত দিন ইথাকা প্ৰত্যাবৰ্ত্তন করিয়াছেন। কিন্তু যদি নিয়তিক্রমে তিনি পরলোক যাত্ৰাই করিয়া থাকেন। আর কখনই তোমাদের মুখাবলোকন করিতে না পান, তাহা হইলে তোমার কৰ্ত্তব্য এই যে, তুমি গৃহপ্ৰতিগমন করিয়া পিতার অবমাননাকারীদিগকে সমুচিত প্ৰতিফল প্ৰদান কর ; জননীকে বিষাহাৰ্থী দুরাত্মাদিগের হস্ত হইতে মুক্ত কর; পৃথিবীন্থ সমস্ত জাতিদিগকে বুদ্ধিকৌশল প্রদর্শন করা ; আর যাবতীয় গ্রীকেরাও দেখুক যে, টেলিমেকাস সর্বাংশে পিতৃসিংহাসনের যোগ্য। তিনি আমাকে নিবৃত্ত করিবার নিমিত্ত এইৰূপ বিস্তর বুঝাইলেন, আমি দুৰ্ব্বদ্ধির অধীন হইয়া উহার উপদেশ অগ্রাহ্য করিলাম ; কিন্তু তিনি আমাকে এত স্নেহ করিতেন
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।