RR টেলিমেকিস। যে, আমার এইৰূপ অবাধ্যতা ও অবিস্মৃশ্যকারিত দেখিয়াও অবিরক্ত চিত্তে আমার সহিত সিসিলি যাত্ৰা করিলেন । আর আমি যে এই অবিবেচনার কাৰ্য্য করিয়াছিলাম, বোধ হয়, তাহা দেবতাদিগের অভিমত ; হয় তা ভঁাহারা ইহা ভাবিয়াছিলেন যে, অবিমৃশ্যকারিতাদোষে আমার যে সকল দুরবস্থা ঘটিবেক তদ্দ্বারা আমি জ্ঞানশিক্ষা পাইব । এই ৰূপে টেলিমেকিস যত ক্ষণ আত্মবৃত্তান্ত বৰ্ণনা করিালেন, কালিপেস এক চিত্তে মেণ্টরের বিষয় চিন্তা করিতে করিতে ভয়ে ও বিস্ময়ে জড়প্রায়া হইলেন ; তদীয় আকার প্রকার দর্শনে তঁাহাকে দৈবপ্রভাবসম্পন্ন বোধ করিলেন এবং কিছুই নিৰ্দ্ধারিত করিতে না পারিয়া অত্যন্ত ব্যাকুল হইতে লাগিলেন ; কিন্তু তিনি যে ব্যাকুল হইয়াছেন, পাছে ইহা কোন ৰূপে প্ৰকাশ পায়, এই ভয়ে ভােব গোপন করিয়া টেলিমেকাসকে কহিলেন, তার পর কি বল। টেলিমেকিস। তদনুসারে পুনর্বার বলিতে আরম্ভ করিলেন । তিনি কহিলেন, আমরা কিয়ৎ ক্ষণ অনুকুল বায়ু সহকারে সিসিলি দ্বীপাভিমুখে গমন করিলাম ; কিন্তু অকস্মাৎ বাত্যা উথিত হইয়া গগনমণ্ডল অন্ধকারে আচ্ছন্ন হইল। আমরা বিদ্যুদগ্নি দ্বারা দেখিতে পাইলাম, আরও কয়েক খান পোত আমাদিগের পোতের ন্যায় বিপদগ্ৰস্ত হইয়াছে। অবিলম্বেই জানিতে পারিলাম, সে সমুদায় ট্রোজনীদিগের সংগ্ৰাম পোত। তখন আমি প্ৰাণবিনাশশঙ্কায় অত্যন্ত ব্যাকুল হইলাম। ঔদ্ধত্যবশতঃ প্ৰথমে আমি যে সম্যক বিবেচনা না করিয়াই এ বিষয়ে প্ৰৱত্ত হইয়াছিলাম, তাহা তখন বুঝিতে পারিলাম । কিন্তু এৰূপ জ্ঞান আর তখন কোন কাৰ্য্যকারক
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।