७ । । qGt দিয়া গমন করিতে লাগিলেন । অনিবাৰ্য্য বায়ুবেগ বশতঃ আমাদিগকে কিয়াৎ ক্ষণ অগত্যা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতে হইল ; পরিশেষে আমরা কৌশলক্রমে তাহাদের সঙ্গ পরিাত্যাগ করিয়া ক্ৰমে ক্ৰমে দুরবর্তী হইয়া পড়িলাম। তাহারা প্ৰবল বায়ুবেগে আফ্রিকাভিমুখে নীত হইল, আমরাও সন্নিহিত সিসিলি দ্বীপ প্ৰাপ্তির আশয়ে যৎপরোনাস্তি আয়াস ও পরিশ্রম সহকারে নৌকা চালাইতে লাগিলাম। আমাদিগের এই আয়াস ও পরিশ্রম সফল হইল বটে, কিন্তু বিপক্ষগণকে ভয়ানক বোধ করিয়া তাহাদিগের সঙ্গপরিহারার্থে আমরা যে স্থানে উপস্থিত হইলাম ঐ স্থান তদপেক্ষা কোন ক্ৰমেই অল্প ভীষণ নহে। আমরা দেখিলাম, BDBBDuuDu DBBDBu D DDBDB DB BDBDS DDBB ট্রোজনজাতীয় সিসিলিপতি এসেষ্টিসের অধিকারে বাস করিয়া আছে। আমরা এই দ্বীপে উত্তীৰ্ণ হইবামাত্ৰ ঐ সকল ব্যক্তি আমাদিগকে দেখিয়া কোপানিলে প্ৰজ্বলিত হইয়া উঠিল, তৎক্ষণাৎ আমাদের নৌকা ভস্মাবশেষ করিয়া আমাদিগের অনুচরগণের প্রাণবধ করিল এবং তাহাদিগের - রাজা স্বয়ং জিজ্ঞাসিয়া আমাদের নাম, ধাম ও অভিসন্ধি অবগত হইতে পারিবেন। এই অভিপ্ৰায়ে হস্ত বন্ধন পুৰ্বক আমাকে ও মেন্টরকে নগরে লইয়া চলিল। বোধ হয়, তাহারা মনে করিয়াছিল, আমরা ঐ দ্বীপেরই অন্য কোন ংশ নিবাসী, অস্ত্ৰ শস্ত্ৰ লইয়া তাহাদিগকে আক্রমণ করিতে আসিয়াছি, অথবা দেশান্তরীয় শক্রি, তাহাদিগের দেশ আক্রমণ করিতে আসিয়াছি। যাহা হউক, তৎকালে আমরা এই স্থির করিয়াছিলাম রাজা আমাদিগের পরিচয় লইয়া 8
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।