RN) টেলিমেকিস। গ্ৰীকজাতি বলিয়া অবগত হইলেই প্ৰাণদণ্ডের আদেশ প্ৰদান করিবেন । রাজা এসেষ্টিস সুবর্ণদণ্ড ধারণ পূর্বক সিংহাসনে অধিৰূঢ় হইয়া রাজকাৰ্য্য পৰ্যালোচনা করিতেছেন এমন সময়ে আমরা তৎসমীপে উপস্থিত হইলাম। রাজা আমাদিগকে দেখিবামাত্র কর্কশ বচনে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোন দেশ নিবাসী, আর তোমাদের এখানে আসিবার প্রয়োজনই বা কি ? মেন্টর অবিলম্বে উত্তর করিলেন, আমরা বৃহৎ হোস্পীরিয়ার উপকুল হইতে আসিতেছি ; তথা হইতে আমাদের নিবাসভূমি অধিক দুর নহে। আমরা যে গ্ৰীকজাতি তাহা নির্দেশ না করিয়া তিনি এইৰূপ কৌশল ক্ৰমে উত্তর প্রদান করিলেন। এসেষ্টিস কোন কথাই শুনিলেন না। তিনি এই স্থির করিয়াছিলেন যে, আমরা বিদেশীয় লোক, কোন অসন্দভিপ্ৰায় সাধনের নিমিত্ত তদীয় অধিকারে উপস্থিত হইয়াছি এবং সেই অভিপ্ৰায় গোপন করিয়া রাখিতেছি। এই নিমিত্ত তিনি আমাদিগের প্রতি এই আদেশ করিলেন যে, সন্নিহিত অরণ্যে গমন করিয়া আমাদিগকে তঁাহার পশুরক্ষকদিগের অধীনে থাকিয়া দাসত্ব করিতে হই, বেক। ঈদৃশ শ্ৰীন অবস্থার অবস্থিত হইয়া জীবন ধারণ করা অপেক্ষা আমার পক্ষে মরণ সর্বতোভাবে শ্রেয়স্কর এই বিবেচনা করিয়া আমি উচ্চৈঃ স্বরে কহিতে লাগিলাম। রাজনী ! যার পর নাই অপমানজনক দণ্ড বিধান না করিয়া বরং আমাদের প্রাণবধ করুন। মহারাজ ! আমি আত্মপরিচয় প্ৰদান করিতেছি অবধান করুন, আমি ইথাকাধিপতি সুপ্ৰসিদ্ধ বিজ্ঞ ইউলিসিসের পুত্র, আমার নাম
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।