& টেলিমেকিস। এই প্রস্তাব শুনিবা মাত্র সমুদায় লোক সেই বৃদ্ধের ভূয়সী। ংসা করত কোলাহল ধ্বনি করিয়া উঠিল, এবং অবিলম্বে তদনুযায়ী কাৰ্য্য আরম্ভ হইল। কিঞ্চিৎ পরেই তাহারা আমাদিগের বাধ্যবেশ সমাধান করিয়া এঙ্কাইসিসের • সমাধিমন্দিরে লইয়া গেল। দেখিলাম, তথায় দুই বেদি প্ৰস্তুত রহিয়াছে । অনন্তর যজ্ঞীয় অগ্নি প্ৰজ্বলিত করিল ; বলিদানের খড়ম্ন সম্মুখে স্থাপিত হইল । এই বিষয়ে তাহদিগের এমন উৎকট আগ্ৰহ জন্মিয়াছিল যে, আমাদিগের এই শোচনীয় অবস্থা নিরীক্ষণ করিয়া তাহাদিগের অন্তঃকরণে কিঞ্চিম্মাত্ৰও কাৰুণ্য সঞ্চার হইল না । দেখিয়া শুনিয়া আমি আতিশয় ব্যাকুল হইলাম ; কিন্তু মেন্টর এরূপ বিষম সময়েও, ষেন কোন বিপদই উপস্থিত হয় নাই, এইৰূপ ভাবে নিৰ্ভয়তা ও প্রশান্তচিত্ততা প্ৰদৰ্শনপূর্বক রাজাকে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন, রাজনী ! টেলিমেকসের অদ্যাপি শৈশবাবস্থা অতিক্রান্ত হয় নাই, ইনি কখন ট্রোজনীদিগের বিপক্ষ পক্ষ অবলম্বন পূর্বক অস্ত্ৰ ধারণ করেন নাই । যাহা হউক, যদিও ইহার দুরবস্থা দর্শনে তোমার অন্তঃকরণে কারুণ্যের উদয় না হয়, অন্ততঃ তোমার নিজের যে বিষম বিপদৰ উপস্থিত, তদ্বিষয়ে অবহিত হওয়া আবশ্যক । তুমি নিতান্ত নির্দয় হইয়া অকারণে আমাদের প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছ, কিন্তু আমি তোমাকে তোমার আসন্ন বিপদের বিষয়ে সতর্ক না করিয়া ক্ষান্ত থাকিতে পারিলাম। না । আমার এক. অসাধারণ বিদ্যা আছে ; ঐ বিদ্যার প্রভাবে আমি কালত্ৰয়ের বৃত্তান্ত অবগত হইতে পারি ।
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।