পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\9ჯ টেলিমেকিস । তদীয় অপ্রতিম শৌর্য্যের সমীপবৰ্ত্তী হইতে পারি নাই। রণস্থলে তঁাহার উরস্ত্ৰাণ মিনিৰ্বা দেবীর করস্থিত অক্ষয় চৰ্ম্মের ন্যায় প্রকাশ পাইতে লাগিল ; বোধ হইতে লাগিল যেন মৃত্যু ভঁাহার কারাল করবালের আজ্ঞাবহ হইয়া রহিয়াছে। যেমন প্ৰচণ্ড সিংহ ক্ষুধাকালে সমধিক ভীষণ হইয়া মেষগণের উপর আক্রমণ করে এবং অবাধে তাহাদিগকে খণ্ড খণ্ড করিয়া ফেলে, আর মেষপালকের স্ব স্ব মেষগণের পরিত্রাণের চেষ্টা না পাইয়া ভয়ে কম্পান্বিত কলেবর হইয়া স্ব স্ব প্ৰাণ লইয়া পলায়ন করিতে থাকে, সেইৰূপ মেন্টর রণক্ষেত্রে অতি ভীষণমূৰ্ত্তি ধারণ করিয়া বিপক্ষগণের মস্তকচ্ছেদন করিতে লাগিলেন । অসভ্য জাতিরা মনে করিয়াছিল, অতর্কিত ৰূপে নগর আক্রমণ করিবেক, কিন্তু তাহা না হইয়া, তাহারাই অতর্কিত ৰূপে আক্রান্ত ও পরাভূত হইল। এসেষ্টিসের প্রজাগণ মেন্টরের দৃষ্টান্তানুষায়ী হইয়া যৎপরোনাস্তি পরাক্রম প্রদর্শন করিতে লাগিল, কিন্তু তাহদের যে তাদৃশ পরাক্রম ছিল, ইহা তাহারা পুর্বে অবগত ছিল না । বিপক্ষীরাজকুমার সৈনাপত্য গ্ৰহণ করিয়া নগর আক্রমণ করিতে আসিয়াছিলেন, আমার হস্তে ভঁাহার প্রাণত্যাগ হইল। আমরা দুই জনে সমবয়স্ক ছিলাম, কিন্তু তিনি আমি অপেক্ষা সমধিক দীর্ঘাকার ছিলেন। আমি দেখিলাম, তিনি আমাকে হীনবীৰ্য্য স্থির করিয়া তুচ্ছ জ্ঞান করিতেছেন, কিন্তু ভঁাহার ভয়ানক আকার প্রকার ও বীৰ্য্যাধিক্য গণনা না করিয়া আমি ভঁাহার যক্ষঃস্থলে ভাল প্ৰহার করিলাম। সেই ভল হৃদয়ের অনেক দুর, পৰ্যন্ত প্রবিষ্ট হওয়াতে তিনি শোণিতপ্ৰবাহ উদগার