পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VSS2 টেলিমেকিস। ভঁাহার। ভ্ৰাতা তদীয় প্ৰাণসংহার পূর্বক স্বয়ং রাজ্যেশ্বর হইবার চেষ্টায় ছিলেন। টায়রীয়ের কেবল করদানে অসম্মত হইয়া ক্ষান্ত ছিল এমন নহে, এই ব্যাপারে তঁহার ভ্রাতার সহকারিতা করিবার নিমিত্ত কতকগুলি সৈন্যও প্রেরণ করিয়াছিল। সিসন্ট্রিস এই সমস্ত দেখিয়া শুনিয়া তাহাদিগকে সমুচিত শিক্ষা দিবার নিমিত্ত নিশ্চয় করিয়াছিলেন যে, তাহাদিগের বাণিজ্যের ব্যাঘাত জন্মইব, তাহা হইলেই তাহারা খর্ব হইয়া আসিবেক । অনন্তর বহুসংখ্যক সংগ্ৰামপোত রণসজ্জায় সজ্জিত করিয়া এই আদেশ দিয়া প্রেরণ করিয়াছিলেন যে, ফিনীসিয়াদেশীয় পোত দেখিলেই ৰুদ্ধ করিয়া রাখিবে অথবা জলে মগ্ন করিয়া দিবে। সিসিলি দ্বীপ দৃষ্টিপাথের অতীত হইবামাত্র আমরা দেখিতে পাইলাম, সিসষ্টিসের প্রেরিত পোত সকল প্লবমান । নগরীর ন্যায় আমাদিগের নিকটে আসিতেছে । আমরা ফিনীসিয়াদেশীয় পোতে অধিৰূঢ় ছিলাম । আমাদিগের নাবিকেরা সিসষ্টিসের আদেশের বিষয় সবিশেষ অবগত ছিল। এক্ষণে তদীয় পোত সমূহ সন্নিহিত হইতে দেখিয়া ভয়ে একান্ত অভিভূত হইল এবং উপস্থিত ঘোর বিপদের আর প্রতীকারের সময় নাই ভাবিয়া এক বারে হতবুদ্ধি হইয়া গেল। বিপক্ষেরা অনুকুল বায়ু পাইয়াছিল এবং আমাদিগের অপেক্ষা তাহাদিগের ক্ষেপণী অধিক ছিল, সুতরাং ত্যাহারা অবিলম্বেই আমাদিগের সম্মুখে উপস্থিত হইল এবং নির্বিবাদে আমাদের পোতের উপর উঠিয়া আমাদিগকে রুদ্ধ করিল এবং বন্ধন করিয়া মিসর দেশে