দ্বিতীয় সৰ্গ । ખુકો লইয়া চলিল। আমি তাহাদিগকে বারংবার বলিলাম যে, আমি ও মেন্টর ফিনীসীয় নহি, কিন্তু তাহারা আমার এই BBD SBBD D DBBD BDS DDD S YDDS LDDDD যে, ফিনীসীয়েরা দাস ব্যবসায় করে, সুতরাং মনে করিল। তাহারা আমাদিগকে ক্রয় করিয়া লইয়া যাইতেছে। তখন রাজভূত্যেরা কি প্রকারে আমাদিগকে অধিক মূল্যে বিক্রয় করিবেক কেবল ইহাই চিন্তা করিতে লাগিল। আমরা অনতিবিলম্বেই দেখিতে পাইলাম, নীলনদের ধবল প্ৰবাহ অর্ণবগর্ভে প্রবিষ্ট হইতেছে। মিসর দেশের উপকুল দুর হইতে জলদমণ্ডলের ন্যায় প্রতীয়মান হইতে লাগিল । অনন্তর আমরা ফারস দ্বীপে উপনীত হইলাম এবং তথা হইতে নীলনদ দ্বারা মেক্ষিসপুরী অভিমুখে যাত্ৰা করিলাম। বন্দীভাব নিবন্ধন শোকাভিভবে। যদি আমরা সুখাস্বাদনে এক বারেই অক্ষস হইয়া না। যাইতাম, তাহা হইলে মিসর দেশের শোভা সম্প্রদর্শনে যৎপরোনাস্তি আনন্দিত হইতাম, সন্দেহ নাই। ঐ দেশ অসংখ্য জলনালী প্রবাহিত অতি প্ৰকাণ্ড উদ্যানবৎ প্রতীয়মান হইতে লাগিল। ধনিজনপরিপূরিত নগর, মনোহর হৰ্ম্ম্য, সুবৰ্ণোপমশস্যোৎপাদক ক্ষেত্র ও পশুগণপরিাপুরিত পরীণাহ দ্বারা নীলনদের উভয় পার্শ্ব কি অনুপম শোভা সম্পন্ন লক্ষিত হইতে লাগিল। ঐ দেশে বসুমতী এত অপরিমিত শান্ত প্ৰসব করেন, যে কৃষাণগণ আশার অধিক পুরস্কার প্রাপ্ত হইয়া নিয়ত এমন প্ৰফুল মনে কাল যাপন করে যে, সকল গৃহে সৰ্ব্ব সময়ে মহােৎসব বোধ হয় । ফলতঃ, তদেশবাসী দিগকে সাংসারিক কোন বিষয়ের অসঙ্গতি নিবন্ধন কখন কোন ক্লেশ পাইতে হয় না ।
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।