পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টেলিমেকিস । سابا রাখালদিগের আনন্দসূচক গ্ৰাম্যাগানলিনাদে চতুর্দিক অনবরত প্ৰতিধ্বনিত হইতেছে। এই সমস্ত নিরীক্ষণ করিয়া মেন্টর চমৎকৃত হইয়া কহিতে লাগিলেন, এই রাজ্যের প্ৰজাগণ কি সুখী ! তাহারা নিয়ত ধন ধান্য প্রভৃতি সাংসারিক সুখোপকরণে সম্পন্ন হইয়া কেমন স্বচ্ছন্দে কাল যাপন করিতেছে! এই সমস্ত সুখের নিদানভুত যে নরপতি, তিনি নিঃসন্দেহ তাহাদিগের ভক্তি শ্রদ্ধা প্ৰণয় ভাজন হইয়া হৃদয়ে বিরাজমান রহিয়াছেন । অতএব, টেলিমেকস ! যদি দেবতারা তোমাকে তোমার পৈতৃক সিংহাসনে অধিৰূঢ় করেন, রাজধৰ্ম্মানুসারী হইয়া তোমার এই ৰূপে প্ৰজাগণের সুখ সমৃদ্ধি সংবৰ্দ্ধানে তৎপর হওয়া উচিত। তুমি সিংহাসনে অধিৰূঢ় হইয়া প্ৰজাগণকে অপত্যনির্বিশেষে প্রতিপালন করিবে, তাহা হইলেই তোমার যথার্থ রাজধৰ্ম্ম প্ৰতিপালন করা হইবেক । তখন তোমার প্রতি তাহাদিগের ভক্তি, শ্ৰদ্ধা ও প্ৰণয় দেখিয়া তুমি পিতার পরিতোষ প্রাপ্ত হইবে । এই সিদ্ধান্ত যেন নিরন্তর তোমার অন্তরে জাগৰন্ধক থাকে যে, রাজা ও প্ৰজা উভয়ের সুখ অভিন্ন ; প্ৰজাদিগকে সুখে রাখিলেই রাজার সুখ । তাহারা সুখসমৃদ্ধিসময়ে তোমাকে পরম উপকারক বলিয়া স্মরণ করবেক এবং অগণ্য ধন্যবাদ প্রদানপূর্বক দুর্ভেদ্য উপকৃতিশৃঙ্খলে বন্ধ থাকিয়া চির কাল কৃতজ্ঞতা স্বীকার করিবেক । যে রাজার স্বেচ্ছাচারী হইয়া কেবল প্ৰজগণের ভয়াবহ হইতেই যত্নবান হয়, এবং অত্যাচার দ্বারা তাহাদিগকে নম্রতা শিক্ষা করাইবার চেষ্টা পায়, তাহারা মানবজাতির পক্ষে দৈবনিগ্ৰহস্বৰূপ। প্ৰজাগণ তাদৃশ প্রজা