দ্বিতীয় সৰ্গ । Voy পীড়ক দুরাত্মাদিগকে ভয় করে যথাৰ্থ বটে ; কিন্তু যেমন ভয় করে তদ্রুপ ঘূণা ও দ্বেষও করিয়া থাকে। অবশেষে অত্যাচার একান্ত অসহ্য হইয়া উঠিলে তাহাদিগকে সিংহ • সনচ্যুত ও তাহাদিগের প্রাণদণ্ড পৰ্যন্তও করিয়া থাকে। সুতরাং প্ৰজাগণকে তাদৃশ ভূপতিদিগের নিকট যত ভীত থাকিতে হয়, ভূপতিদিগকে প্ৰজাগণের নিকট বরং তদপেক্ষা অধিক ভীত থাকিতে হয় । আমি উত্তর করিলাম, হায় ! এক্ষণে রাজনীতি পৰ্য্যালোচনার প্রয়োজন কি। আমাদিগের ইথাকা নগরী প্ৰতিগমনের আর আশা নাই । জন্মাবছিয়ে আর জননী ও জন্মভূমি দেখিতে পাইব না। আর ইহাও এক বারেই অসন্তাৰিত নয় যে, পিতা পরিশেষে স্বদেশে প্ৰত্যাগমন করিতে পারেন ; কিন্তু যদিই দৈবানুগ্রহবলে প্রত্যাগমন করেন, আর তিনি কখনই নন্দনালিঙ্গনৰূপ অনুপম আনন্দরসের আস্বাদনে অধিকারী হইবেন না, এবং আমিও DBDBuBBDBBD DBBD BBD BBDD BDDDDBDDB BDD আত্মাকে চরিতার্থ করিতে পারিব না । দেবতারা আমাদিগের প্রতি অনুকম্পাশ্বন্য হইয়াছেন। অতএব হে প্ৰিয় বান্ধৰ ! মৃত্যুই আমাদিগের পক্ষে শ্রেয়স্কর, এক্ষণে মৃত্যুচিন্তা ব্যাতিরিক্ত আর সকল চিন্তাই বৃথা । আমি শোকে এৰূপ বিহবল হইয়াছিলাম এবং বৃত্তান্তবর্ণনকালে মুহুমুহুঃ এমন দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতে লাগিলাম, যে আমার বাক্য প্রায় বুঝিতে পারা যায় না। কিন্তু মেন্টর উপস্থিত। বিপদে কিঞ্চিম্মাত্র ভীত হইয়াছেন। এৰূপ বোধ হইল না। তিনি কহিতে লাগিলেন, টেলিমেকিস ! “ তুমি মহাবীর
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।