পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e টেলিমেকিস । ইউলিসিসের পুত্ৰ বলিয়া পরিচয় দিবার যোগ্য নহ। তুমি কি প্রতীকার চিন্তায় পরামুখ হইয়া বিপদে অভিভূত হইবে ? তুমি নিশ্চিত জানিবে, যে দিনে জননী ও জন্মভূমি পুনৰ্ব্বার তোমার নয়নগোচর হইবে, সেই দিন নিকটবৰ্ত্তী হইতেছে । ইহা তুমি স্বচক্ষে প্ৰত্যক্ষ করিবে যে, যিনি অসাধারণ শৌৰ্য দ্বারা জগন্মণ্ডলে দুৰ্জয় বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন ; যিনি, কি দুৰ্ভাগ্য কি সৌভাগ্য, সকল সময়েই অবিকৃত চিত্ত ; তুমি এক্ষণে যেৰূপ বিপদে পতিত হইয়াছ। তদপেক্ষা ভীষণতর বিপদেও যিনি অক্ষুব্ধ চিত্ত থাকেন ও তাদৃশ সময়েও র্যাহার ঈদৃশী প্রশান্তচিত্ততা থাকে যে তদর্শনে তুমি বিপৎকালে সাহসাবলম্বনের উপদেশ পাইতে পার, এবং র্যাহাঁকে এই সমস্ত অলৌকিক গুণ সম্পন্ন বলিয়া তুমি কখন জানিতে পার নাই, সেই মহানুভাব মহাবীর ইউলিসিস যশঃশশধরে জগন্মণ্ডল দেদীপ্যমান করিয়া পুনরায় সিংহাসনে অধিরোহণ করিবেন। এক্ষণে তিনি প্রতিকুলবায়ুবশে যে দুর দেশে নীত হইয়া আছেন, যদি তথায় তিনি শুনিতে পান ভঁাহার পুত্ৰ পৈতৃক ধৈৰ্য্য ও পৈতৃক বীৰ্য্যের উত্তরাধিকারী হইতে যত্নবান নহেন, তাহা হইলে তিনি এতাবৎ কাল পৰ্য্যন্ত ঘোরতর দুর্দশাগ্ৰস্ত হইয়া যে অশেষ ক্লেশ ভোগ করিয়াছেন তদপেক্ষা এই ংবাদ তঁাহার পক্ষে নিঃসন্দেহ সমধিক ক্লেশাবহ হইবেক । তদনন্তর মেন্টর কহিলেন, টেলিমেকাস ! দেখা মিসর দেশের কি অনুপম শোভা ! দর্শন মাত্ৰ বোধ হয়, কমলা সৰ্ব্ব কাল বিরাজমানা আছেন । এই দেশে দ্বাবিংশতি সহস্র নগর ; ঐ সকল নগরে কি সুন্দর শাসনপ্রণালী